নগরীর ব্যবসায়ীর বিরুদ্ধে চেক প্রতারনা মামলা নগরীর ব্যবসায়ীর বিরুদ্ধে চেক প্রতারনা মামলা - ajkerparibartan.com
নগরীর ব্যবসায়ীর বিরুদ্ধে চেক প্রতারনা মামলা

5:53 pm , May 10, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ চেক দিয়ে প্রতারণার অভিযোগে নগরীর এক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ইসলামি ব্যাংক লিমিটেডের কর্মকর্তা বাদী হয়ে চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে মামলা করেন। আদালতের বিচারক মো. মারুফ আহমেদ মামলাটি আমলে নিয়ে সমনের নির্দেশ দেন। সমনপ্রাপ্ত ওমর ফারুক নগরীর চাঁদমারী খেয়াঘাট রোডের বাসিন্দা তোফাজ্জেল হোসেনের ছেলে এবং মেসার্স রাব্বি ট্রেডার্স’র স্বত্বাধিকারী। আদালতসূত্র জানায়, ব্যবসা সম্প্রসারণের জন্য ২০১৬ সালের ২০ এপ্রিল ব্যাংক থেকে ৪০ লাখ টাকা ঋণ গ্রহণ করে ওমর ফারুক। পরে শর্ত অনুযায়ী পরিশোধ না করায় চলতি বছরের ১৫ মার্চ পর্যন্ত ৪৮ লাখ ৪১ হাজার ৪৩১ টাকা পাওনা হয়। ফেরত চাওয়ার এক পর্যায়ে ২৫ মার্চ পাওনা টাকার চেক দেয়। চেকটি ঐ দিনই ব্যাংকে জমা দেয়া হলে তা প্রত্যাখ্যাত হয়। ১ এপ্রিল আইনী নোটিশ দেয়ার পরও পরিশোধ না করলে গতকাল মামলা করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT