রবীন্দ্র জন্মজয়ন্তী পালন রবীন্দ্র জন্মজয়ন্তী পালন - ajkerparibartan.com
রবীন্দ্র জন্মজয়ন্তী পালন

6:36 pm , May 8, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে নগরীতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭ তম জন্ম জয়ন্তী পালন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও রবীন্দ্র সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করা হয়। রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের উদ্যোগে আয়োজিত কর্মসূচির মধ্যে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা, পুরস্কার বিতরণী এবং কবিতা পাঠ। সন্ধ্যা সাড়ে ৭টায় অশ্বিনী কুমার টাউন হলে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন একুশে পদকপ্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিখিল সেন। রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের বরিশাল জেলা শাখার সভাপতি কাজল ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন সরকারি বিএম কলেজের সহযোগি অধ্যাপক দেবাশীষ হালদার, দীপংকর চক্রবর্তী, এড. মানবেন্দ্র বটব্যাল, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি এড. এসএম ইকবাল। পরে সপ্তাহব্যাপি অনুষ্ঠিত কবিত আবৃত্তি, চিত্রাংকন ও রবীন্দ্র সংগীত প্রতিযোগিতায় বিজয়ী ১৩০ জনকে পুরস্কার প্রদান করা হয়। এর আগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বিভিন্ন কবিতা পাঠ করা হয়।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT