নগরীতে শুরু হয়েছে আবাসন মেলা নগরীতে শুরু হয়েছে আবাসন মেলা - ajkerparibartan.com
নগরীতে শুরু হয়েছে আবাসন মেলা

6:35 pm , May 8, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে শুরু হয়েছে দুই দিন ব্যাপি একক আবাসন মেলা। আবাসন প্রতিষ্ঠান এনশিওর ল্যান্ডমার্ক লিমিটেডের উদ্যোগে গতকাল মঙ্গলবার বরিশাল ক্লাবে এ মেলা শুরু হয়েছে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শরীফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি ব্রজমোহন বিদ্যালয়ের অধ্যক্ষ মো. শফিকুর রহমান সিকদার, এবাদুল্লাহ জামে মসজিদের খতিব মীর্জা নুরুর রহমান বেগ, কোম্পানীর ভাইস চেয়ারম্যান মীর্জা মো. শরিফুর রহমান বেগ, ভাইস চেয়ারম্যান মাওলানা ওবাইদুর রহমান, পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসেন, পরিচালক গোলাম মাওলা ফরহাদ। অনুষ্ঠানে বক্তারা বলেন, গত ৮ বছর ধরে এনশিওর ল্যান্ডমার্ক দেশের বিভিন্ন স্থানে সুনামের সাথে কাজ করে আসছে। নির্দিষ্ট সময়ে গ্রাহকের নিকট প্লট হস্তান্তর করে আবাসন ব্যবসায় অন্যন্য নজির স্থাপন করেছে। আগামিতেও এ ধারা অব্যাহত থাকবে। পরে কোম্পানির ১২ জন গ্রাহককে আনুষ্ঠানিকভাবে তাদের কয়কৃত প্লটের দলিল হস্তান্ত করা হয়। এসময় কোম্পানির বিভিন্ন জেলার কর্মকর্তা, গ্রাহক ও অতিথিরা উপস্থিত ছিলেন। আগামি ৯ ও ১০ মে ২ দিন ব্যাপি এ কোম্পানির একক আকাসন মেলা অশ্বিনী কুমার হলে অনুষ্ঠিত হবে। মেলায় প্রজেক্টরের মাধ্যমে প্লটের প্রদর্শনা, অবস্থান, মূল্য ইত্যাদি প্রদর্শন করা হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT