6:32 pm , May 8, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ এসএসসি পরিক্ষায় আশানুরূপ ফলাফল না আসায় বিষপানে আত্মহত্যা করেছে মিতু ঢালী নামের এক শিক্ষার্থী। সোমবার দিবাগত রাতে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর পূর্বে গত সোমবার বিকালে নিজ বাড়ি আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের আমরাবাড়ি গ্রামে বিষপান করে সে। নিহত মিতু ঢালী (১৫) ওই উপজেলার বিমল চন্দ্র ঢালীর কন্যা ও ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পরিক্ষায় অংশ নিয়েছিলো।
স্বজনদের বরাত দিয়ে হাসপাতালের ওয়ার্ড মাষ্টার আবুল কালাম জানান, মিতুর আশা ছিলো এসএসসি পরিক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু সদ্য প্রকাশিত ফলাফলে সে এ মাইনাস পেয়ে উত্তির্ণ হয়েছে। ওই ফলাফলে সন্তুস্ট না হওয়ায় সোমবার বিকালে মিতু বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। গুরুতর অবস্থায় প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মিতুর মৃত্যু হয়। নিহতের ঘটনায় কোতয়ালী মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।