চেয়ারপার্সনের মুক্তির দাবীতে বিএনপি’র বিক্ষোভ চেয়ারপার্সনের মুক্তির দাবীতে বিএনপি’র বিক্ষোভ - ajkerparibartan.com
চেয়ারপার্সনের মুক্তির দাবীতে বিএনপি’র বিক্ষোভ

6:26 pm , May 7, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল সকাল জেলা ও মহানগর বিএনপি পৃথকভাবে নগরীতে এ কর্মসূচি পালন করে। বেলা ১১টায় সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে বরিশাল উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি যৌথভাবে এ কর্মসূচি পালন করে। উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অংশ নেন উত্তরের সহ-সভাপতি রফিকুল ইসলাম লাবু, দক্ষিণের সহ-সভাপতি এড. নাজিম উদ্দিন পান্না, মন্টু খান, কোতয়ালি থানা বিএনপির সভাপতি এড. এনায়েত হোসেন বাচ্চু, উত্তরের দপ্তর সম্পাদক নুরুল আলম রাজু, আসাদুজ্জামান মুক্তা সহ অন্যান্যরা। পরে বেলা ১১টায় সদর রোডে সংগঠনের দলীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সহ-সভাপতি মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া, সহ-সভাপতি রফিকুল ইসলাম রুনু, আব্বাস উদ্দিন বাবলু। এসময় বিএনপি নেতা নুরুল ইসলাম ফরিদ, অহিদুল ইসলাম প্রিন্স, আক্তার হোসেন মেবুল, যুবদল নেতা কামরুল ইসলাম রতন, আসাদুজ্জামান তৌহিদ, ছাত্রদল নেতা আরিফুর রহমান মুন্না, সাইফুল ইসলাম সুজন সহ অন্যান্যরা। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, দেশব্যাপি নেতাকর্মীদের গুম ও খুন করে এখন জিয়া পরিবারের উপর বর্তমান সরকার টার্গেট করেছে। সরকারের লক্ষ্য জিয়অ পরিবারকে রাজনীতির বাইরে রাখা। এজন্য তারা মিথ্যা মামলায় বেগম খালেদা জিয়াকে সাজা দিয়েছে। সরকারের সফল চক্রান্তের বিরুদ্ধে সকলকে রুখে দাড়াতে হবে। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করে বেগম খালেদা জিয়াকে মুক্তি এবং তার সুচিকিৎসা নিশ্চিত করার দাবি করেন তারা। এদিকে বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকে সদর রোডে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT