5:38 pm , May 6, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ আদালত পাড়ায় বিচারপ্রার্থীকে মারধর ও ছিনতাইয়ের অভিযোগে জেলা আইনজীবী সমিতির সদস্য বিএনপি নেতা এ্যাড. মজিবর রহমান দুলালসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মারধরের শিকার আহত আব্দুর রাজ্জাক হাওলাদার বাদী হয়ে শুক্রবার কোতয়ালি মডেল থানায় মামলা করেন। মামলার অন্যান্য আসামিরা হলো, আইনজীবী তারিকুল হাসান পলাশ, আইনজীবী দুলালের ছেলে আরাফাত রহমান সোহান, মুলাদী টুমচর গ্রামের মান্নানের ছেলে আলম, মৃত জলিল হাওলাদারের ছেলে সোহরাব, নান্নু হাওলাদার, তার ছেলে জাকির হাওলাদার, জালাল হাওলাদারের ছেলে ফরহাদ হাওলাদার, কালকিনি’র শাজাহান বালীর ছেলে তারেক বালী ও নগরীর ভাটারখালের গফুর হোসেনসহ অজ্ঞাত ৬/৭ জন। মামলা সুত্রে জানা গেছে, আব্দুর রাজ্জাক হাওলাদার গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় মামলায় আদালতে হাজিরা দিতে আসে। হাজিরা শেষে বাড়ী ফেরার পথে নগরীর ফজলুল হক এভিনিউতে গেলে বিএনপি নেতা এড. মজিবর রহমান দুলাল ও এ্যাড. পলাশসহ অন্যান্য আসামীরা তার উপর হামলা চালায়। পরে একটি মোবাইলের দোকানের সামনে নিয়ে মারধর করে পকেটে থাকা ১২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করে। সুস্থ হয়ে মামলা করে রাজ্জাক।