আধুনিক নৌ-বন্দরের ইজারার টেন্ডার আহবান করায় মামলা আধুনিক নৌ-বন্দরের ইজারার টেন্ডার আহবান করায় মামলা - ajkerparibartan.com
আধুনিক নৌ-বন্দরের ইজারার টেন্ডার আহবান করায় মামলা

5:37 pm , May 6, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নৌ-বন্দরের ইজারা’র টেন্ডার দেয়ায় বিআইডব্লিউটি’র চেয়ারম্যান সহ ৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল রোববার ঘাট ইজারদার পরিমল চন্দ্র দাস বাদী হয়ে সদর সিনিয়র সহকারি জজ আদালতে মামলা করেন। আদালতের বিচারক মো. হাদীউজ্জামান মামলাটি শুনানীর জন্য অপেক্ষমান রাখেন। মামলার অন্যান্য বিবাদীরা হলেন, বরিশাল নদী বন্দরের যুগ্ম পরিচালক, বিআইডব্লিউটি’র চেয়ারম্যান, পরিচালক, প্রধান প্রকৌশলী, অর্থ বিভাগের পরিচালক, বরিশাল বিভাগের নির্বাহী প্রকৌশলী, হিসাব শাখার উপ পরিচালক ও দক্ষিণ ব- দ্বীপ শাখার উপপরিচালক। বাদী পক্ষের আইনজীবী আজাদ রহমান জানান, ২০১৭-১৮ অর্থ বছরের জন্য ৪১ লাখ টাকায় বরিশাল দোতলা লঞ্চঘাটের ইজারা নেন পরিমল। আগামী ৩১ জুলাই তার ইজারার মেয়াদ শেষ হবে। বিভিন্ন কারনে তার ইজারা আদায়ে লোকসান দেখা দেয়। নির্দিষ্ট মেয়াদে তার টাকা উত্তোলনে সম্ভাবনা না থাকায় গত ৫ এপ্রিল তিনি যুগ্ম পরিচালককে নোটিশ দিয়ে পুর্বের থেকে শতকরা ৫ টাকা বর্ধিত হারে পুনরায় ঘাট ইজারা দেয়ার দাবী জানায়। এতে বিবাদীরা কোন কর্নপাত না করে গত ২৭ এপ্রিল টেন্ডার বিজ্ঞপ্তি দেয়। এ ঘটনায় ঘাট পুনারয় ইজারা চেয়ে মামলা করা হয়।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT