বিভিন্ন সংগঠনের মে দিবস পালন বিভিন্ন সংগঠনের মে দিবস পালন - ajkerparibartan.com
বিভিন্ন সংগঠনের মে দিবস পালন

6:11 pm , May 2, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ মে দিবস উপলক্ষে নগরীতে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। মঙ্গলবারে অনুষ্ঠিত কর্মসুচীর মধ্যে সকাল ৯টায় বরিশাল “শ্রমিক মালিক ভাই ভাই সোনার বাংলা গড়তে চাই শ্লোগান নিয়ে বরিশাল আঞ্চলিক শ্রম দপ্তর, শ্রম কল্যাণ কেন্দ্র এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে একটি র‌্যালি বের করে। এতে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. গোলাম মোস্তফা ও জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন। পরে অশ্বিনী কুমার হলে আঞ্চলিক শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ওসমান গনির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য সদর উপজেলা চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগ সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টু, বিজয় কৃষ্ণ দে ও মহানগর শ্রমিক লীগ সভাপতি আফতাব আহমেদ। এছাড়াও মে দিবস উপলক্ষে সভা ও নগরীতে র‌্যালি করেছে বাংলাদেশ ওয়াকার্স পার্টি, জাতীয় গনতান্ত্রিক শ্রমিক ফেডারেশন জেলা কমিটি কমিটি, সম্মিলিত মে মি দিবস উদ্যাপন পরিষদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, নির্মাণ শ্রমিক সংগ্রাম পরিষদ, ইমারত শ্রমিক ইউনিয়ন, বরিশাল জেলা ও মহানগর হোটেল রেস্তোরা সুইটমিট শ্রমিক ইউনিয়ন, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন, বরিশাল ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়ন, জেলা ও মহানগর জাতীয় পার্টি ও ইসলামী শ্রমিক আন্দোলন। অপরদিকে, জাতীয় বিপ্লবী ফ্রন্ট বরিশাল জেলা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত সভায় সংগঠনের সভাপতি আব্দুল গনি হাওলাদার’র সভাপতিত্বে বক্তৃতা করেন সহ-সভাপতি রুস্তুম আলী হাওলাদার, সাধারণ সম্পাদক নরেন্দ্রনাথ বেপারী, কোষাধ্যক্ষ সুলতান আহমেদ এবং কমিউনিস্ট যুব সংঘের সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেন প্রমুখ। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বরিশাল মহানগর দোকান কর্মচারী ইউনিয়ন, বরিশাল দর্জি শ্রমিক ইউনিয়ন, বরিশাল মহানগর প্রেস শ্রমিক ইউনিয়ন, সিটি ফল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন, স্টিল ফার্নিচার শ্রমিক ইউনিয়ন, পণ্য বিক্রয় ও সরবরাহকারী শ্রমিক ইউনিয়ন, বস্তিবাসী শ্রমিক ইউনিয়ন বরিশাল জেলার উদ্যোগে ফলপট্টি রোডে শ্রমিক সমাবেশ হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT