6:43 pm , April 30, 2018
নিজস্ব প্রতিবেদক ॥ র্যাবের দায়ের করা মামলায় মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। এছাড়াও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের দন্ড দেয়া হয়েছে। গতকাল সোমবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন এ দন্ড দেন। দন্ডিত আসামি রিপন মহিষাদি গ্রামের আলী আজিম সরদারের ছেলে। রায় ঘোষণার সময় সে পলাতক ছিল। আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ২৩ ফেব্রুয়ারি নগরীর সিএন্ডবি রোডস্থ শহিদের দোকানের সামনে থেকে ১৪৮ পিচ ইয়াবাসহ আটক করে র্যাব। এ ঘটনায় ওই দিনই র্যাবের ডিএডি কামরুল ইসলাম বাদি হয়ে কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। একই বছরের ২৫ মার্চ আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই প্রান কৃষ্ণ সরকার। মামলায় ৯ জনের সাক্ষ্য গ্রহন শেষে বিচারক ঐ আদেশ দেন।