ধর্ষকদের শাস্তির দাবিতে মানববন্ধন ধর্ষকদের শাস্তির দাবিতে মানববন্ধন - ajkerparibartan.com
ধর্ষকদের শাস্তির দাবিতে মানববন্ধন

5:46 pm , April 29, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর কাশীপুর হাইস্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীকে গণধর্ষণের প্রতিবাদে এবং অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল রোববার নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের আয়োজনে মানববন্ধন হয়। মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় সমন্বয় পরিষদের সভাপতি অ্যাডভোকেট এস.এম ইকবালের সভাপতিত্বে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আক্কাস হোসেন, ডাঃ সৈয়দ হাবিবুর রহমান, আব্দুল হাই মাহবুব, আনোয়ার জাহিদ, উন্নয়ন সংগঠক রহিমা সুলতানা কাজল, কাজল ঘোষ প্রমুখ। এসময় প্রতিবাদ সভায় একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা। এসময় বক্তারা ধর্ষণের মতো জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের আইন করার দাবি জানান।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT