7:07 pm , April 28, 2018

রাজাপুর প্রতিবেদক ॥ রাজাপুর উপজেলা অডিটোরিয়ামে শনিবার সন্ধ্যায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজাপুর উপজেলার উদ্যোগে মুজিব নগর দিবস শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি সমাজকল্যাণ মন্ত্রী কমরেড রাশেদ খান মেনন. এমপি। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক নজরুল হক নীলু। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর সভাপতি কমরেড আবুল হোসাইন। রাজাপুর উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক নরুজ্জামান খানের সভাপতিত্বে জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মো: আলী বিল্টুসহ ওয়ার্কার্স পার্টির ও স্থানীয় ১৪ দলের নেতৃবৃন্দরা বক্তব্য রাখনে।