কলেজ ছাত্রী ধর্ষকদের বিচারের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন কলেজ ছাত্রী ধর্ষকদের বিচারের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন - ajkerparibartan.com
কলেজ ছাত্রী ধর্ষকদের বিচারের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন

7:01 pm , April 28, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে কলেজ ছাত্রী ধর্ষকদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। গতকাল শনিবার “ নিরাপদ হোক নারীর পথ চলা” শ্লোগান নিয়ে সাধারন শিক্ষার্থীদের ব্যানারে ওই কর্মসুচি অনুষ্ঠিত হয়। নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে মানব বন্ধন করা হয়। পরে মানববন্ধনকারীরা ধর্ষক ছাত্রদল নেতা রাব্বিসহ সহযোগিদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল করা হয়। সাধারন শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসুচীতে ছাত্রলীগ নেতা রইস সেরনিয়াবাত ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজিবসহ নেতাকর্মিরা অংশ নিয়েছে। এদিকে একই দাবীতে বেলা ১১টায় বিএম কলেজের শহীদ মিনার গেটে ঘন্টাব্যাপি মানববন্ধন হয়। পরে বিক্ষোভ মিছিল নিয়ে মানববন্ধনকারীরা কলেজের সামনের সড়ক ও ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT