- ajkerparibartan.com

7:00 pm , April 28, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নগরীতে বিশ্ব ভেটেরিনারি দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার বেলা সাড়ে ১১ টায় অশ্বিনী কুমার হলের সামনে বেলুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাজার্য ড. মো. হারুনর রশীদ। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাবুগঞ্জে এনিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ভেটেরিনারি স্টুডেন্টস’ এসোসিয়েশন (ভিএসএ) এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রো ভাইস চ্যান্সেলর প্রেফেসর মোহাম্মদ আলী, এনিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন ও ভেটেরিনারি স্টুডেন্ট’স এসোসিয়েশনের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ রুহুল আমিন উপস্থিত ছিলেন। পরে বর্ণাঢ্য র‌্যালী নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে । এছাড়াও দিবসটি উপলক্ষে বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তরা বলেন বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। প্রধান মন্ত্রী শেখ হাসিনরার অবদানে দেশ আজ এগিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে পুষ্টি চাহিদা পুরনে পশু পাখির যতœ করলে পুষ্টি ও স্বাস্থ্য সম্মত খাদ্য উৎপাদন সম্ভব। সেক্ষেত্রে পুশুর সুযতœ ও চিকিসার বিকল্প নেই।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, এনিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন ও ভেটেরিনারি স্টুডেন্ট’স এসোসিয়েশনের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ রুহুল আমিন , সহ সভাপতি দীপরতন ঘোষ, সাধারন সম্পাদক মোঃ মোর্শেদ আলম নাঈম, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ ফেরদৌস সহ প্রমুখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT