2:58 pm , December 31, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল বিভাগের চারটি আসনে আওয়ামী লীগের চারজন তরুন নেতা প্রথম বারের মত সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এরা হলেন বরিশাল-২ আসনে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি শাহে আলম তালুকদার, বরিশাল-৫ আসনে অবসরপ্রাপ্ত কর্ণেল জাহিদ ফারুক শামীম, পটুয়াখালী-৩ আসনে প্রধান নির্বাচন কমিশনারের বোনের ছেলে এসএম শাহজাদা ও পিরোজপুর-১ আসনে আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক শ.ম রেজাউল করিম। আওয়ামী লীগের এ চারজন তরুন নেতাই ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্ব স্ব আসন থেকে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের পরাজিত করে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। অবশ্য এদের মধ্যে বরিশাল-৫ (সদর)
আসন থেকে প্রথম বারের মত এমপি নির্বাচিত হওয়া জাহিদ ফারুক শামীম ২০০৯ সালের নির্বাচনে আওয়ামী লীগের হয়ে প্রথম প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে তিনি বিএনপি প্রার্থীর সাথে মাত্র ৫ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন।