2:55 pm , December 31, 2018
নিজস্ব প্রতিবেদক ॥ সপ্তম বারের মত সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন দক্ষিণাঞ্চলের তিন প্রবীন রাজনীতিবিদ। যার মধ্যে দু’জন আওয়ামী লীগের এবং একজন জেপি’র। এরা তিনজনই দলের শীর্ষ পর্যায়ের নীতি নির্ধারক। এরা হলেন- বর্তমান সরকারের বাণিজ্য মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, পানি সম্পদ মন্ত্রী ও জাতীয় পার্টি (জেপি) কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু এবং ১০ম জাতীয় সংসদের চীফ হুইপ আ.স.ম ফিরোজ। এরা তিনজনই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে সপ্তম বারের মত বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেছেন।
জানাগেছে, আওয়ামী লীগের অন্যতম হেবিওয়েট নেতা তোফায়েল আহমেদ ভোলা-২ আসন থেকে ৬ বার নির্বাচিত হন। সরকারের মন্ত্রী পরিষদেও ছিলেন অনেক বার। এবার তিনি ভোলা-১ আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছে। তিনি ভোলা-১ ও ভোলা-২ আসনে ১৯৭৩, ১৯৮৬, ১৯৯১, ১৯৯৬, ২০০৮, ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। অপরদিকে জেপি’র কেন্দ্রীয় নেতা আনোয়ার হোসেন মঞ্জু পিরোজপুর-২ আসন থেকে ইতিপূর্বে ছয়বার সাংসদ নির্বাচিত হন। ছিলেন সরকারের মন্ত্রী পরিষদের সদস্যও। একাদশ সংসদ নির্বাচনেও পিরোজপুর-২ আসনে মহাজোটের প্রার্থী হিসেবে বিপুল ভোটে বিজয়ী হন। এর আগে ১৯৮৬, ১৯৮৮, ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে সাংসদ নির্বাচিত হয়েছিলেন আনোয়ার হোসেন মঞ্জু। দশম জাতীয় সংসদের চীফ হুইপ আসম ফিরোজ পটুয়াখালী-২ এবং তৎকালিন পটুয়াখালী-৬ থেকে পর পর ছয় বার সাংসদ সদস্য ছিলেন। একাদশ সংসদ নির্বাচনেও পটুয়াখালী-২ আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হন তিনি। এর আগে ১৯৭৯, ১৯৮৬, ১৯৯১, ১৯৯৬, ২০০৮, ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে সাংবদ নির্বাচিত হন।