3:59 pm , December 30, 2018
চরফ্যাশন প্রতিবেদক ॥ ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বর্তমান সরকারের উপ-মন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব। তিনি ২ লাখ ৯৯ হাজার ৭৪ ভোটে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছে। এ আসনে বিএনপি’র ধানের শীষ তৃতীয় অবস্থানে রয়েছে। বিএনপি’র প্রার্থী পেয়েছেন চার হাজার ৯৯৬ ভোট। তবে ৬ হাজার ৪৮১ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর হাতপাখা প্রতীক। এই আসনে ৮৩ দশমিক ৫৫ ভাগ ভোট সংগ্রহ হয়েছে। তাছাড়া সংগ্রহিত ভোটের মধ্যে ৬৬২ ভোট বাতিল হয়েছে।