3:57 pm , December 30, 2018
নিজস্ব প্রতিবেদক ॥ গত রাতেই পুলিশের সহায়তায় ১০৯টির অধিকাংশ কেন্দ্রেই সিল মেরে ব্যালট বাক্স ভর্তি করেছে আওয়ামী লীগ। রাতেই বিষয়টি রিটার্নিং কর্মকর্তা সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জানিয়েছি। কিন্তু কোন প্রতীকার পাইনি। আওয়ামী লীগ শুধু ভোট চুরিই নয়, তারা ভোট ডাকাতি করেছে। গতকাল রোববার আড়াইটায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে আয়োজিক এক সংবাদ সম্মেলনে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের বিএনপি’র ধানের শীষ প্রতীকের প্রার্থী আবুল হোসেন খান এমন অভিযোগ করেছেন। তিনি বলেন, আমার ধারনা ছিলো বিভাগের ২১টি আসনের মধ্যে বিএনপি’র প্রার্থী হিসেবে একমাত্র আমিই বিজয়ী হবো। কিন্তু শনিবার (৩০ ডিসেম্বর) ভোটের চিত্র সেই ধারানা পাল্টে দিয়েছে আওয়ামী লীগ।
সকালে ভোট শুরু হওয়ার সাথে সাথে সমস্ত কেন্দ্র থেকে আমার পোলিং এজেন্টদের বের করে দেয়া হয়েছে। পুলিশ কেন্দ্রের বাইরে দাড়িয়ে থাকে আর ভেতরে আওয়ামী লীগ কর্মীরা নৌকায় সিল দিয়েছে।
তিনি অভিযোগ করেন, বাকেরগঞ্জর পাদ্রিশিবপুর ও কবাই ইউনিয়নে বিএনপি’র তিন কর্মীকে পিটিয়ে আহত করা হয়েছে। ভোট গ্রহনের আগ পর্যন্ত ৫০ জন নেতা-কর্মীকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। নেতা-কর্মীদের বাড়িতে হানা দিয়ে হুমকি-ধামকি দিয়েছে। তিনি বলেন, আইন আছে কিন্তু প্রয়োগ করার লোক নেই। আজ বিএনপি হারেনি। হেরেছে বাংলাদেশ। তবে সংবাদ সম্মেলনে নির্বাচন বর্জনের ঘোষনা না দিলেও কেন্দ্রের সিদ্ধান্তের উপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ গ্রহন করার কথা জানিয়েছেন তিনি। সংবাদ সম্মেলনে বিএনপি’র প্রার্থী ছাড়াও বাকেরগঞ্জ ও পৌর বিএনপি’র নেতা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।