3:11 pm , December 29, 2018

মর্তুজা জুয়েল ॥ আজ অনুষ্ঠিত হবে একাদশ জাতীয় সংসদের নির্বাচনের ভোট গ্রহন। সারা দেশের ন্যায় বিভাগের ৬ জেলার ২১ আসনে একযোগে সকাল ৮ টায় ভোট গ্রহন শুরু হবে। বিরতিহীন ভাবে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহন। ভোট গ্রহনের লক্ষ্যে গতকাল বিকেলের মধ্যেই সকল আনুষ্ঠনিকতা সম্পন্ন করেছে বরিশাল সহ অন্যান্য জেলার রিটার্নিং কর্মকর্তাগন। জেলার রিটানির্ং কর্মকর্তা এবং জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানান, ভোট গ্রহনের লক্ষ্যে কেন্দ্র প্রস্তুত এবং কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় সকল নির্বাচনী সরঞ্জাম পৌছানো হয়েছে। ভোট গ্রহন কার্যক্রম পরিচালনা এবং ভোটের ফলাফল গননার জন্য নিয়ন্ত্রন কক্ষ কৈরী করা হয়েছে।জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ন প্রশাসনের নিয়ন্ত্রনে রয়েছে। রিটার্নিং কর্মকর্তার কার্য্যালয় সূত্রে অরো জানাগেছে,ভোট গ্রহনের লক্ষ্যে মহানগরী ও জেলায় ২ হাজার ৮’শত ৫০ জন পুলিশ, ৬৫০ জন সেনাবাহিনী, ৪৫০ জন বিজিবি সদস্য, ৮ হাজার ৫শ’ আনসার সদস্য (নারী ও পুরুষ), ১৫০ জন র্যাব, ১২৫ জন কোষ্ট গার্ড এবং প্রায় ৫’শত গ্রাম পুলিশ দায়িত্ব পালন করবে। এছাড়া বিচারিক কাজে মোট ৪০ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং ১৮ জন জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করবে। এদিকে গতকাল বেলা ১২ টা থেকে বরিশাল জেলার ছয়টি সংসদীয় আসনের ৮০৫টি কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট পেপার, ব্যালট বক্স সহ যাবতীয় নির্বাচনী সরঞ্জাম। গতকাল রাত ৯টা পর্যন্ত শেষ খবর পাওয়া পর্যন্ত সকল কেন্দ্রে নিরাপদে ব্যালট পেপার সহ অন্যান্য সকল নির্বাচনী সরঞ্জামাদী পৌছেছে। কোথাও কোন কেন্দ্রে অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া য়ায়নি। এর অগে বেলা ১২ সরেজমিনে বরিশাল সদর উপজেলা পরিষদ কার্য্যালয়ে গিয়ে দেখা যায়, বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার মোঃ হুমায়ুন কবির সদর (বরিশাল-৫) আসনের ১৭৪টি কেন্দ্রের ব্যালট পেপার ও ব্যালট বক্স সহ যাবতীয় নির্বাচনী সামগ্রী ১৭৪জন প্রিজাইডিং কর্মকর্তার কাছে বুঝিয়ে দিয়েছেন। তিনি জানান প্রতি কেন্দ্রে যে পরিমান ভোটার রয়েছে সে অনুপাতে ব্যালট পেপার এবং কেন্দ্র বিদ্যমান কক্ষ অনুযায়ী স্বচ্ছ ব্যালট বাক্্র ও অন্যান্য সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। পরে কেন্দ্রের প্রিজাইডং কর্মকর্তারা সেখানে মালামাল গননা করে করে আইন শৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে কেন্দ্রের উদ্দেশ্যে রওয়ানা হন।
একইভাবে বরিশাল-১ আসনে ১১৫টি কেন্দ্রে, বরিমাল-২ আসনে ১৩৬টি কেন্দ্রে, বরিশাল-৩ আসনে ১২৩টি কেন্দ্রে, বরিশাল-৪ আসনে ১৪৮টি কেন্দ্রে এবং বরিশাল-৬ আসনের ১০৯টি কেন্দ্রে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে যাবতীয় নির্বাচনী সামগ্রী প্রেরন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে স্ব-স্ব কেন্দ্রের পিজাইডিং কর্মকর্তারা নির্বাচনী সামগ্রী বুঝে নেন। এরপর পরই তারা নিরাপত্তা বাহিনী সহ স্ব-স্ব কেন্দ্রের উদ্দেশ্যে রওয়ানা হন। কেন্দ্রে কেন্দ্রে গতকাল নিরপত্তাবাহীনির সদস্যরা রাত্রী যাপনের পর আজ রবিবার সকাল ৮টায় শুরু হবে বহুল প্রত্যাশিত ভোট গ্রহন।
নির্বাচনী মালামাল নিতে আসা প্রিজাইডং কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন জানান,ভোট নিয়ে কোন চাপ অনুভব কিংবা কোন ভয়ভীতি বা হুমকি নেই । আমরা আশাকরি আইনশৃঙ্খলা বাহীনির পর্যাপ্ত উপস্থিতিতে কোথাও কেউ কোন অপ্রিতীকর ঘটনা ঘটাতে পারেনা । ভোটাররা নির্বিঘেœ কেন্দ্রে তাদের ভোট প্রয়োগ করতে পারবেন। ভোট গ্রহনের লক্ষ্যে আমরা কেন্দ্রের জন্য সংরক্ষিত সীমানা নির্ধারন,বুথ তৈরী সহ কেন্দ্র সম্পূর্ন প্রস্তুত রেখেছি।
জেলায় ৬টি আসনে মোট ৩৭ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন। জেলায় মোট ভোটার রয়েছে ১৭লাখ ৮১ হাজার ৬২৯ জন। ৮০৫টি ভোট কক্ষের ৪ হাজার ৪৭টি বুথে ভোটাররা তাদের ভোট প্রয়োগ করবেন। ভোট গ্রহনে জেলায় জেলার ৬টি আসনে মোট ১২ হাজার ৯৪৬ জন জন কর্মকর্তা নির্বাচনের নদিন ভোট গ্রহন ও গননার কাজে নিয়োজিত থাকবেন। এরমধ্যে ৮০৫ জন প্রিজাইডিং কর্মকর্তা, ৪ হাজার ৪৭ জন সহকারী প্রিজাইডং কর্মকর্তা এবং ৮ হাজার ৯৪ জন পেলিং কমৃকর্তা দায়িত্ব পালন করবেন। ইতিমধ্যে জেলায় কর্মরত প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তাদের প্রিজাইডিং অফিসার, এবং দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর কর্মকর্তাদের সহকারি প্রিজাইডিং ও পোলিং অফিসার হিসেবে চুড়ান্ত করেছে রিটার্নিং কর্মকর্তার কার্য্যালয়।