3:10 pm , December 28, 2018
নিজস্ব প্রতিবেদক ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশী অভিযানের নবম দিনে বিএনপি-জামায়াতের ৩৯ নেতা-কর্মীকে জেলে পাঠিয়েছে আদালত। গ্রেফতারের পর গতকাল শুক্রবার মেট্রোপলিটন ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে মেট্রোপলিটন ও উপজেলা থানা পুলিশ। আদালতের বিচারকগণ তাদের জেলে পাঠানোর নির্দেশ দেন। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার দুপুর পর্যন্ত ঐ নগরীর ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৩৯ জনকে আটক করা হয়। এর মধ্যে কোতয়ালি মডেল থানা থেকে ৯ জন, কাউনিয়া থেকে ৮, বিমান বন্দর থেকে ৫ ও বন্দর থেকে ৭ জন আটক করা হয়। এছাড়াও বাকেরগঞ্জ থেকে ৪ জন, বানারীপাড়া থেকে ২ জন, আগৈলঝাড়া থেকে ২ জন ও উজিরপুর থেকে ৪ জনকে আটক করা হয়।
সংশ্লিষ্ট থানার সরকারি নিবন্ধন কর্মকর্তাগন (জিআরও) সূত্রে জানা গেছে, কোতয়ালি থানা থেকে ৯ জনকে গত ২১ ডিসেম্বর নির্বাচন বানচালের উদ্দেশ্যে গোপন বৈঠক, ৩১ অক্টোবর খালেদা জিয়ার সাজার প্রতিবাদে নগরীতে যানবাহন ভাঙচুর সহ ২টি মামলায় আটককৃতরা হলো- মহানগর যুবদলের আইন বিষয়ক সম্পাদক এড. জাকির হোসেন মোল্লা, মানিক হাওলাদার, মোসলেম হাওলাদার, মন্টু মিয়া, সোলায়মান, সাজ্জাদুল হক সজীব, খান মো. সবুজ, আব্দুর রশিদ ওরফে খোকন ও সাইফুদ্দিন।
কাউনিয়া থানা থেকে জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিভিন্ন ধরণের নাশকতার কার্যকলাপ সংঘটিত করার পায়তারা ও চাঁদাদাবির অভিযোগে মামলায় ৮ জনকে জেলে পাঠানো হয়। এরা হলেন মো. আলমগীর হোসেন, শাহরিয়ার আজমির তরণ, আসলাম হোসেন, ইউসুফ আলি ফরাজী, রাসেল আকন, এমাদুল ইসলাম বাপ্পি, বাদশাহ হাওলাদার ও মনোয়ার হোসেন জিপু।
আওয়ামী লীগের পক্ষে নির্বাচনী প্রচারণা করায় চাঁদা দাবির অভিযোগে করা মামলায় বিমান বন্দর থানা থেকে আটককৃতরা হলো- জুয়েল হাওলাদার, মো. সিরাজ হাওলাদার, রাসেল সিকদার, আল আমিন ও আব্দুর রাজ্জাক হাওলাদার। বন্দর থানা থেকে ১৮ ডিসেম্বর নির্বাচন বানচালের উদ্দেশ্যে গোপন বৈঠকের অভিযোগ ও নৌকার প্রচার কর্মীকে মারধরের অভিযোগে করা মামলায় আরো ৮ জনকে জেলে পাঠানো হয়েছে। এরা হলেন- ইউসুফ গাজি, শফিক হাওলাদার, রফিক হাওলাদার, মাসুদ পঞ্চায়েত, কালাম খান, মো. কালাম ও মো. আবুল কালাম হাওলাদার।
অপরদিকে বাকেরগঞ্জ থানা থেকে জেলে যাওয়া নেতাকর্মীরা হলেন- টিপু মল্লিক, সোহেল বেপারী, মিজানুর রহমান, আলাউদ্দিন খান। বানারীপাড়া থানা থেকে জেলে যাওয়া নেতাকর্মীরা হলেন বাদশাহ বেপারী ও রাহাজুল ইসলাম টিটু। উজিরপুর থেকে শহীদুল ইসলাম, রাসেল ওরফে রয়েল, সেলিম মজুমদার ও শামসুদ্দিন ওরফে কালাম হাওলাদার। আগৈলঝাড়া থানা থেকে উপজেলার রাজিহার গ্রামের মৃত আদেল উদ্দিন মিয়ার ছেলে শাহীন উদ্দিন মিয়া (৪৬) ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সুজনকাঠী গ্রামের মৃত শাহেব আলী মোল্লার ছেলে কালাম মোল্লাকে (৪৮) জেলে পাঠানো হয়েছে।