জেলার ৬ আসনে প্রতিদ্বন্দ্বিতায় ৩৭ প্রার্থী লড়াই হবে নৌকা ও ধানের শীষের জেলার ৬ আসনে প্রতিদ্বন্দ্বিতায় ৩৭ প্রার্থী লড়াই হবে নৌকা ও ধানের শীষের - ajkerparibartan.com
জেলার ৬ আসনে প্রতিদ্বন্দ্বিতায় ৩৭ প্রার্থী লড়াই হবে নৌকা ও ধানের শীষের

3:07 pm , December 28, 2018

মর্তুজা জুয়েল ॥ নির্বাচনে ভোট গ্রহণের লক্ষ্যে সকল প্রস্তুত সম্পন্ন করেছে রিটার্নিং কর্মকর্তার কার্য্যালয়। প্রস্তুত করা হয়েছে ভোটকেন্দ্রগুলো। ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্য্যালগুলোতে পৌঁছেছে নির্বাচনী বিভিন্ন সরঞ্জামাদী। আজ সকল কেন্দ্রে পুলিশ প্রহরায় পৌঁছে যাবে ব্যালট পেপার। এরপর শুধু ভোট গ্রহণের অপেক্ষা। জেলার ৬টি আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে ৩৯ জন প্রার্থী । এর মধ্যে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে সবচেয়ে কম সংখ্যক প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন আসনটির বর্তমান সংসদ ও জেলা আওয়ামীলীগের সভাপতি ও পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক (মন্ত্রী )আবুল হাসনাত আবদুল্লাহ। বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে করছেন সাবেক সংসদ জহির উদ্দিন স্বপন। এছাড়াও গোলাপ ফুল প্রতীক নিয়ে জাকের পার্টির প্রার্থী মোঃ বাদশা মিয়া এবং ইসলামী আন্দোলনের পক্ষে হাতপাখা প্রতীক নিয়ে মো. রাসেল সরদার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে প্রতিদ্বিন্দ্বিতা করছেন মোট ৭ প্রার্থী। এ আসনে আওয়ামী লীগের মোঃ শাহে আলম নৌকা প্রতীক, বিএনপি’র সরফুদ্দিন আহমেদ সান্টু ধানের শীষ প্রতীক, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর হাতপাখা প্রতীকের প্রার্থী মোঃ নেছার উদ্দিন, স্বতন্ত্র প্রর্থী মোঃ আনিসুজ্জামান, ওয়ার্কার্স পার্টির প্রতীক নিয়ে মোঃ জহুরুল ইসলাম, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে মোঃ মাসুম পারভেজ সোহেল রানা, এবং ন্যাশনাল পিপলস পার্টির আবুল কাশেম আম প্রতীক নিয়ে নির্বাচন করছেন। বরিশাল-৩ আসনে (বাবুগঞ্জ-মুলাদী) আসনে প্রার্থী রয়েছেন ৬ জন । এ আসনে মহাজোটের প্রার্থী বর্তমান সংসদ অ্যাডভোকেট শেখ টিপু সুলতান নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে খুব শক্ত অবস্থানে রয়েছেন স্বতন্ত্র প্রর্থী মোঃ আতিকুর রহমান, বিএনপি’র প্রর্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে রয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আইনজীবী ও দলটির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন, বিকল্পধারা বাংলাদেশের প্রার্থী এনায়েত কবির কুলা প্রতীক এবং জাতীয় পার্টির সাবেক সাংসদ গোলাম কিবরিয়া টিপু লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। বরিশাল -৪ আসনে (হিজলা- মেহেন্দিগঞ্জে) প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট সাত জন প্রার্থী। এ আসনের বর্তমান সংসদ আওমীলীগের পঙ্কজ দেবনাথ নৌকা প্রতীক, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) প্রার্থী এনামুল হক টেলিভিশন প্রতীক, ঐক্যফ্রন্ট প্রার্থী জে এম নুরুর রহমান ধানের শীষ ,বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রার্থী মাহবুব আলম বটগাছ, খেলাফত মজলিস প্রার্থী রুহুল আমিন দেয়াল ঘড়ি, ইসলামী ঐক্য জোট প্রার্থী হাবিবুর রহমান মিনার প্রতীক এবং বাংলাদেশ ইসলামী আন্দোলনের সৈয়দ মুহাম্মদ নুরুল করিম হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বরিশাল-৫ (সদর) আসনে মোট প্রার্থী রয়েছেন ৭ জন। এখানে আওয়ামী লীগের প্রার্থী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম নৌকা প্রতীক, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও সাবেক সংসদ অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার ধানের শীষ প্রতীক, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী আব্দুস সাত্তার কোদাল প্রতীক, বাংলাদেশ জাতীয় পাটির প্রার্থী এইচ এম মাসুম বিল্লাহ, মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে হাতপাখা প্রতীক এবং ন্যাশনাল পিপলস পার্টির শামীমা নাসরিন আম প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন। বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে প্রার্থী রয়েছেন মোট ৭ জন। এরমধ্যে বিএনপি প্রার্থী ও সাবেক সংসদ আবুল হোসেন খান ধানের শীষ প্রতীক, একেএম নুরুল ইসলাম জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র পক্ষে তারা পতীক, জাতীয় পার্টির (জেপি) পক্ষে খন্দকার মাহবুব উদ্দিন বাই সাইকেল ও মহাজোটের পক্ষে লাঙ্গল প্রতীক নিয়ে নাসরিন জাহান রতœা এবং স্বতন্ত্র প্রর্থী হিসেবে মোহাম্মদ ফারুক, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে নুরুল ইসলাম হাতপাখা প্রতীক এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এর পক্ষে মো ঃ মোহসীন মশাল প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ।
নির্বাচনে এ সকল প্রার্থীরা মাঠে থাকলেও এরই মধ্যে বরিশাল সদর আসনে লাঙ্গল প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট একেএম মর্তুজা আবেদীন নির্বাচনে প্রতিদ্বন্দিতা থেকে সরে দাড়িয়েছেন। তিনি এ আসনের আওয়ামী লীগ প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমকে আনুষ্ঠানিক সমর্থন জানিয়েছেন। একইভাবে বরিশাল-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. আলী তালুকদার ফারুক প্রতিদ্বন্দিতা থেকে সরে গিয়ে মহাজোট প্রার্থী নাসরিন জাহান রতœাকে সমর্থন করেছেন। এদিকে জেলার ছয়টি আসনে মোট ১৭ লাখ হাজার ৭৮ হাজার ৫৮৫ জন ভোটার ভোটাধিকার আগামীকাল ভোট প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৮ লাখ ৯৭ হাজার ৯২৩ জন এবং নারী ভোটার রয়েছে ৮ লাখ ৬০ হাজার ৬৬২ জন । এদিকে ভোট প্রয়োগের জন্য জেলার ৬ টি আসনে ৮’শত পাঁচটি ভোট কেন্দ্র এবং ৪ হাজার ৪৭টি ভোট কক্ষ প্রস্তুত রাখা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা ও বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র জানান,ভোট গ্রহনের জন্য আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। ভোটের দিন কার্যক্রম নিয়ন্ত্রন এবং ফলাফল ঘোষনার জন্য জেলা প্রসাসক কার্য্যালয়ের অভ্যন্তরে অস্থায়ী নিয়ন্ত্রন কক্ষ তৈরী করা হয়েছে। ভোটররা যাতে নির্বিঘেœ ভোট প্রয়োগ করতে পারেন এজন্য আজ রাত খেকেবই কেন্দ্রে কেন্দ্র পুলিশ মোতায়ন থাকবে।তিনি আরো জানান জেলার মোট ৮০৫ টি ভোট কেন্দ্রের মধ্যে ৪১২ টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বা অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। এ সকল কেন্দ্র নিরাপত্তায় বাড়তি পুলিশ মোতায়ন করা হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT