2:56 pm , December 27, 2018
রাজাপুর প্রতিবেদক ॥ রাজাপুরে বুধবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালিয়ে বিএনপির ১০ নেতাকমীকে আটক করা হয়েছে। আটককৃ-তরা হল- বড়ইয়ার ৭ নং ওয়ার্ড সভাপতি কাজল মিয়া, বিএনপি কর্মী আসাদুল হক মৃধা, সালাম সিকদার, মতিয়ার রহমান, মন্নান, নান্না বেপারী, মনির হোসেন, নান্নু খান, মহারাজ সিকদার ও সবুর আকন। রাজাপুর থানার ওসি মো. জাহিদ হোসেন জানান, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে বৃহস্পতিবার সকালে ঝালকাঠি আদালতে প্রেরণ করা হয়েছে।