বিপুল ভোটে বিজয়ের পথে আবুল হাসানাত আবদুল্লাহ বিপুল ভোটে বিজয়ের পথে আবুল হাসানাত আবদুল্লাহ - ajkerparibartan.com
বিপুল ভোটে বিজয়ের পথে আবুল হাসানাত আবদুল্লাহ

2:51 pm , December 27, 2018

খান রুবেল, কেএম আজাদ রহমান ॥ মনোনয়ন ভুলে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে শতভাগ অনিশ্চয়তায় বিএনপি। ইসলামী আন্দোলন নির্বাচনী মাঠে থাকলেও অবস্থান গড়তে পারেনি তারা। তাই ফাঁকা মাঠে বিজয়ের পথে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ-এমপি। আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে। বিএনপি-জামাত জোট সরকারের সময় দেশে জঙ্গীবাদের সৃষ্টি হয়েছিল। তাই তারা এক সাথে দেশের ৬৪ জেলায় সিরিজ বোমা হামলা চালিয়ে ঝালকাঠীর দুই বিচারপতিকে হত্যা করেছিল। ২০০১ সালে বিএনপি’র এক অখ্যাত নেতা প্রশাসনিক কারচুপির মাধ্যমে ক্ষমতায় এসে গৌরনদী-আগৈলঝাড়ার সংখ্যালঘুসহ আওয়ামীলীগ নেতা-কর্মীদের অত্যাচার ও নির্যাতন চালিয়েছিল। তাদের নির্যাতনের কারনে এই এলাকার ৫০ হাজার সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনসহ আওয়ামী পরিবারের অনেকেই পাশ্ববর্তী রামশীল গ্রামে আশ্রয় নিয়েছিল। এখন সেই র ঘটনার দায় স্বীকার করে সেই নেতা তার বাড়িতে বসে সংবাদ সম্মেলনের মাধ্যমে দুঃখ প্রকাশ করেন। এছারাও প্রতিহিংসার রাজনীতির কারনে ওরা আমার নিজ তহবিল থেকে দেয়া গৌরনদী উপজেলার বার্থী গ্রামে সুতার বাড়ির নারায়ন চক্রবর্ত্তীর গরু পর্যন্ত পানিতে চুবিয়ে হত্যা করেছে। কিন্তু আমরা প্রতিহিংসার রাজনীতি পছন্দ করি না। যদি করতাম এর দাঁত ভাঙ্গা জবাব দিতে পারতাম।
ওদের কাজ হলো ধর্মের নামে মানুষ হত্যা করা । ইতিহাসের পাতায় জামাতের কোন নেতা আজ পর্যন্ত হজ্ব করেনি। ওরা প্রচার করেছিল, আওয়ামীলীগে ভোট দিলে মসজিদে উলুধ্বনি হবে। কোথায় হয়েছে ? এ প্রশ্ন করে তিনি বলেন স্বাধীনতা বিরোধীরা সব সময়ই অপপ্রচারে লিপ্ত। তাই আগামী ৩০ ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানিয়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার আমবৌলা কেরামতিয়া আলীম মাদ্রাসা মাঠে উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আইয়ুব আলী মিয়ার সভাপতিত্বে শেষ নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য মহাজোট প্রার্থী আবুল হাসানাত আবদুল্লাহ এমপি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আপনাদের ভোটে আমি যদি এমপি হই আর শেখ হাসিনা যদি প্রধানমন্ত্রী হয় গৌরনদী উপজেলাকে জেলায় পরিণত করব। উঠান বৈঠকে আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা এ্যাডভোকেট বলরাম পোদ্দার, আগৈলঝাড়া আওয়ামীলীগের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওযামীলীগের সমম্বয়ক আবু সালেহ লিটন সেরনিয়াবাত, গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হারিছুর রহমান হারিছ, বরিশাল জেলা পরিষদ সদস্য এ্যাড. রনজিৎ সমদ্দার, পেয়ারা ফারুক বখতিয়ার, নেদারল্যান্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মুরাদ খান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, উপজেলা যুবলীগের সাবেক নেতা সবুজ আঁকন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিন্টু সেরনিয়াবাত প্রমুখ। এ সময় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT