কুয়াকাটায় নাগরিক অগ্রাধিকার বিষয়ক সংলাপ অনুষ্ঠিত কুয়াকাটায় নাগরিক অগ্রাধিকার বিষয়ক সংলাপ অনুষ্ঠিত - ajkerparibartan.com
কুয়াকাটায় নাগরিক অগ্রাধিকার বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

3:08 pm , December 26, 2018

আনোয়ার হোসেন আনু, কুয়াকাটা ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্ধী প্রার্থীদের কাছে প্রত্যাশা সংঘাতহীন, অংশগ্রহন মুলক ও শান্তিপূর্ন নির্বাচন। আশাবাদ নির্বাচনী এলাকার প্রত্যাশিত উন্নয়ন। চায় সন্ত্রাস ও মাদক মুক্ত দেশ গড়ার অঙ্গীকার। পটুয়াখালীর কুয়াকাটায় অনুষ্ঠিত ’সংলাপে নাগরিক অগ্রাধিকার’ বিষয়ক সেমিনারে এমন প্রত্যাশা তুলে ধরেন বিভিন্ন শ্রেনী পেশাসহ গনমাধ্যমকর্মী ও রাজনৈতিক দলের আংশগ্রনকারী মানুষ। শান্তিতে জিতলে. জিতবে দেশ- এমন শ্লোগান নিয়ে বুধবার বেলা এগারটায় কুয়কাটার অভিজাত হোটেল শিকদার রিসোর্ট এন্ড ভিলায় এ সংলাপের আয়োজন করে ডেমক্রেসী ইন্টারন্যাশনাল। ইউএস এইড এবং ইউকে এইডের সহায়তায় এ সংলাপে অশংগ্রনকারীরা তুলে ধরেন এলাকার নানা সমস্যা এবং সমাধানের উপায়। অংশগ্রহকারীরা শপথ গ্রহন করেন শান্তিপূর্ন নির্বাচনী পরিবেশ বজায় রাখার। চ্যানেল-২৪ এর পটুয়াখালী প্রতিনিধি মোজাহিদ প্রিন্স’র এর নান্দনিক সঞ্চালনায় শপথ বাক্য পাঠ করান পটুয়াখালী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ শিক্ষাবিদ এম নুরুল ইসলাম। ডেমক্রেচী ইন্টারন্যাশনালের বরিশাল রিজিওন প্রধান দিপু হাবিবুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কুয়াকাটা পৌর আ.লীগের সাধারন সম্পাদক আলহাজ মনির আহমেদ ভুইয়া। পটুয়াখালী-৪ সংসদীয় আসনকে ঘিরে নানা উন্নয়ন এবং আগামীর উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা আ.লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট উজ্বল বোস। সংলাপে পটুয়াখালী ৪ সংসদীয় আসনের অংশগ্রহনকারী ভোটারদের ৮টি গ্রুপ তৈরী করে নির্বাচন নিয়ে তাদের মতামত গ্রহন করা হয়। এ সময় গ্রুপ প্রধানদের মধ্য থেকে প্রস্তাবনা আলোকে মতামত তুলে ধরেন কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি এ এম মিজানুর রহমান বুলেট, বাংলাদেশ বেতারের কুয়াকাটা সংবাদদাতা রুমান ইমতিয়াজ তুষার, নতুন ভোটার মহিবুল্লাহ পাটোয়ারী, রাজনৈতিক কর্মী শহিদ দেওয়ান, জুয়েল জোমাদ্দার, কাউন্সিলর শাহ আলম হাওলাদার প্রমুখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT