3:07 pm , December 26, 2018
সুতীর্থ বড়াল, ঝালকাঠি ॥ ঝালকাঠি-২ আসনে নৌকার প্রার্থী আমির হোসেন আমুর সমর্থনে ৫ হাজার ভোটারের সমন্বয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য এই র্যালিতে নৌকা প্রতিক নিয়ে হাজার হাজার নারী পুরুষ শাহিবা ক্যামিকেলস কোম্পানীর চত্ত¦র থেকে বের হয়ে শহর ঘুরে পুনরায় একই স্থানে এনে প্রচারণার শেষ হয়। সাহিবা ক্যামিকেলস্ কোম্পানীর স্বত্তাধিকারী সামসুল হক মনু ও তার ভাই শামীম আহম্মেদ এর নেতৃত্বে র্যালিটি অনুষ্ঠিত হয়। র্যালিতে নৌকার পক্ষে ভোট দেওয়ার জন্য বিভিন্ন ধরনের শ্লোগান দেওয়া হয়। এই র্যালিতে দলীয় কোন লোকজন ছিল না মূলত এই ৫ হাজার মানুষই ঝালকাঠি পৌরসভার ভোটার।