বিএনপির প্রার্থী সরোয়ারকে ধাক্কা দিয়ে কর্মীকে আটক বিএনপির প্রার্থী সরোয়ারকে ধাক্কা দিয়ে কর্মীকে আটক - ajkerparibartan.com
বিএনপির প্রার্থী সরোয়ারকে ধাক্কা দিয়ে কর্মীকে আটক

3:07 pm , December 26, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ গণসংযোগ কালে বিভিন্ন স্থানে পুলিশি বাঁধার মুখে পড়েছেন বলে অভিযোগ করেছেন বরিশাল সদর-৫ আসনের ধানের শীর্ষের প্রার্থী এ্যাডভোকেট মজিবর রহমান সরওয়ার। এমনকি গণসংযোগ কালে তার সাথে থাকা বিএনপি’র এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, বুধবার সকাল সাড়ে ১১টায় তিনি নগরীর রূপাতলী এলাকায় সোনারগাঁও টেক্সটাইল মিল এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরন করেন। পরে শহরতলীর ১০নং চন্দ্রমোহন ইউনিয়নে গণসংযোগ করেন।
তিনি অভিযোগ করেন চন্দ্রমোহন থেকে গণসংযোগ শেষে স্প্রিড বোর্ড যোগে নগরীর উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে সাহেবের হাট এলাকায় নদী পথে বন্দর থানার সাদা পোশাকধারী একদল পুলিশ স্পিড বোর্ড আটকাবার চেষ্টায় ব্যর্থ হয়। তিনি বলেন, পুলিশ তাদের ধাওয়া করে। স্প্রীড বোট চরমোনাই ইউনিয়নের বিশ্বাসের হাট ঘাটে ভিড়লেই পুলিশ বিএনপি’র প্রার্থী মজিবর রহমান সরওসারের স্প্রীডবোটে উঠে তার সাথে থাকা এ্যাড. পলাশ নামের একজনকে গ্রেপ্তার করে। এসময় মজিবর রহমান সরওয়ার তাকে ছাড়িয়ে নেবার চেষ্টা করলে পুলিশ তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় বলেও অভিযোগ করা হয়েছে। পরে ধানের শীর্ষের লিফলেট থাকার অপরাধে টেনে-হিছড়ে স্প্রীডবোট থেকে উঠিয়ে নিয়ে এ্যাড. পলাশ নামের এক কর্মীকে। সরওয়ার আরো অভিযোগ করেন তিনি, স্পিড বোর্ড যোগে নগরীর বেলতলা ফেরী ঘাট আসলে মহানগরীর কাউনিয়া থানা পুলিশ তার পথরোধ করে। এ সময় মজিবর রহমান সরোয়ার পলাশকে ছেড়ে দেয়ার জন্য অনেক অনুরোধ করার করেন। এ্যাড. সরোয়ার পুলিশকে উদ্দেশ্যে করে বলেন, আমার সাথে একটি মাত্র ছেলে আছে লিফলেট বিতরনের জন্য। ও আইনজীবী। ওকে ছেড়ে দেন। সরোয়ারের আকুতি ভরা অনুরোধ উপেক্ষা করে পুলিশ পলাশকে নিয়ে বন্দর থানার দিকে চলে যায়। এর আগে পুলিশ দেখে চন্দ্রমোহন ইউনিয়নের প্রবীন বিএনপি নেতা ইসরাইল পন্ডিত ও প্রার্থীর সাথে থাকা যুবক মিজান পালিয়ে যায়। এ বিষয়ে সরওয়ার সাংবাদিকদের বলেন, সেনা মোতায়েনের পরেও নির্বাচনী পরিবেশ একটুও বদলায়নি। নেতা-কর্মীদের নিয়ে কোথাও প্রচারনায় যেতে পারছি না। পুলিশ গ্রেপ্তারী পরোয়ানা ছাড়াই নেতা-কর্মীদের গ্রেপ্তার করছে। তিনি বলেন, আমি প্রার্থী নিজে উপস্থিত থাকার পরেও আমাকে ধাক্কা দিয়ে আমার সাথে থাকা কর্মী-সমর্থকদের পুলিশ গ্রেপ্তার করছে। এতে সাধারণ মানুসের মাঝে ৩০ ডিসেম্বর ভোট নিয়ে আতংক সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ করেন সরওয়ার।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT