নগরীতে অটোরিক্সা ও টেম্পু থেকে চাঁদাবাজির জন্য গজিয়েছে সংগঠন নগরীতে অটোরিক্সা ও টেম্পু থেকে চাঁদাবাজির জন্য গজিয়েছে সংগঠন - ajkerparibartan.com
নগরীতে অটোরিক্সা ও টেম্পু থেকে চাঁদাবাজির জন্য গজিয়েছে সংগঠন

3:06 pm , December 26, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ অটোরিক্সা ও অটো টেম্পু মালিকদের কাছে থেকে অর্থ লুটে নিতে নগরীতে নতুন গজিয়ে উঠেছে আরো একটি সংগঠন। বরিশাল মেট্রোপলিটন গ্যাস চালিত অটো টেম্পো / পিসএনজি / রিক্সা মালিক কল্যাণ ফান্ড নামের সংগঠনের নামে এরই মধ্যে শুরু হয়েছে রমরমা চাঁদাবাজী। গ্যাস চালিত প্রতিটি অটো টেম্পো, সিএনজি ও রিক্সা থেকে চারশত টাকা করে আদায় করে নিচ্ছে ওই সংগঠনের কথিত নেতারা। যা আদায়ের দায়িত্বে আছেন এলপি গ্যাস চালিত সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুজ জমাদ্দার। অবশ্য এই চাঁদাবাজীর সাথে ট্রাফিক বিভাগের একজন টিআই ও কয়েকজন শ্রমিক লীগ নেতার সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ রয়েছে। গ্যাস চালিত অটো পেম্পো ও সিএনজি চালকরা জানান, ইতিপূর্বে বিভিন্ন মালিক ও শ্রমিক সংগঠনের নাম করে কতিপয় ব্যক্তি চাঁদাবাজী করে আসছিলো। এর মধ্যে নতুন করে বরিশাল মেট্রোপলিটন গ্যাস চালিত অটো টেম্পো/পিসএনজি/রিক্সা মালিক কল্যাণ ফান্ড নামের আরেকটি কথিত সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।
শ্রমিকরা অভিযোগ করেন, প্রতিটি গাড়ি থেকে সংগঠনের নামে এক মাসের জন্য ৪শ টাকা করে চাঁদা আদায় করছে শ্রমিক নেতা সবুজ জমাদ্দার। বিনিময় তিনি একটি করে স্টিকার দিচ্ছে। যে স্টিকারে লেখা রয়েছে “বরিশাল মেট্রোপলিটন গ্যাস চালিত অটো টেম্পো / পিসএনজি / রিক্সা মালিক কল্যাণ ফান্ড” এর নাম। এরই মধ্যে প্রায় আড়াইশ’র মত গাড়ি আটকিয়ে চারশত টাকা করে চাঁদা আদায় করে জানুয়ারী মাসের জন্য একটি করে স্টিকার দিয়েছে। খোঁজ নিয়ে জানাগেছে, এলপি গ্যাস চালিত সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুজ জমাদ্দারের নেতৃত্বে ভুয়া সংগঠনের নামে চাঁদাবাজী চললেও এর সাথে একজন ট্রাফিক ইন্সপেক্টর এবং কয়েকজন শ্রমিক লীগ নেতার সম্পৃক্ততা রয়েছে। যারা ভুয়া সংগঠনের নামে শ্রমিকদের জিম্মি করে আদায় হওয়া টাকার ভাগ বাটোয়ারা পাচ্ছে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে এলপি গ্যাস চালিত সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুজ জমাদ্দার বলেন, আমরা শ্রমিক সংগঠনের লোক। গ্যাস চালিত অটো টেম্পো / পিসএনজি / রিক্সা মালিক কল্যাণ ফান্ড নামের ওই সংগঠনের কেউ চাঁদা তুললেও তার সাথে আমার কোন সম্পৃক্ততা নেই। তাছাড়া এটা কারা করছে তাও জানেন না বলে দাবী করেছেন তিনি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT