3:04 pm , December 26, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ ‘শহর রাখব পরিস্কার, গড়ব পরিচ্ছন্ন বরিশাল’ এই শ্লোগান নিয়ে প্রথমবারের মতো নগরীর ৩০টি ওয়ার্ডে মাস ব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার নগরীর সদর রোডে অশ্বিনী কুমার হল চত্ত্বরে কর্মসূচির উদ্বোধন করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। তিনি তার বক্তব্যে বলেন, নগরবাসীর সহযোগীতা নিয়ে বরিশালকে একটি ডিজিটাল শহরে পরিনত করা হবে। যাতে করে আমার সিটি নগরবাসী যার যার ঘরে বসে নাগরিক সুবিধা ভোগ করতে পারে। তাই নগরবাসীকে নিজের মন পরিস্কার করে শহরটাকে ভালবাসার জন্য আহবান জানান মেয়র সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ। এর আগে সদর রোডে অশ্বিনী কুমার হল চত্ত্বরে ‘বিজয় মঞ্জে’ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী বক্তব্যে মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ আরো বলেন, আমাদের নগরী পরিস্কার রাখার দায়িত্ব আমাদের সকলের। তাই যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার জন্য নগরবাসির প্রতি আহ্বান জানিয়ে মেয়র বলেন, সকলের ঐক্যব্ধ প্রচেষ্টাই পারে একটি পরিচ্ছন্ন আধুনিক নগর গড়ে তুলতে। এসময় অন্যান্যদের মধ্যে বরিশাল সদর-৫ আসনে মহাজোট সমর্থিত আওয়ামী লীগের মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম, বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাহাবুব উদ্দিন আহমেদ-বীর বিক্রম, বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খায়রুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। এর পূর্বে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন উপলক্ষ্যে নগরীতে সচেতনামুলক র্যালী বের করা হয়। টাউন হলের সামনে থেকে শুরু হওয়া র্যালিটি শহরের সদর রোড, বাজার রোড, ফজলুল হক এভিনিউ সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউন হলের সামনে এসে শেষ হয়। পরে মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ড্রেন থেকে ময়লা আবর্জনা অপসারন ও সড়কে ঝাড়– দিয়ে মাস ব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় ৩০টি ওয়ার্ড কাউন্সিলর, বিভিন্ন উন্নয়ন সংস্থা, সিটি কর্পোরেশনের পরিন্নতা কর্মী এবং সাধারণ নগরবাসি পরিচ্ছনতা অভিযানে অংশ নেয়। বরিশাল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা বিভাগ থেকে জানানো হয়েছে, বিসিসি’র ৯, ১৭, ১৮ ও ১৯ নং সহ ৫টি ওয়ার্ডের পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন হয় অশ্বিনী কুমার টাউন হল চত্ত্বরে। বাকি ২৫টি ওয়ার্ডে এক যোগে পৃথক পৃথক ভাবে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়। এসময় সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর সহ বিসিসি’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।