কাশিপুর থেকে শিশু কন্যা উদ্ধার কাশিপুর থেকে শিশু কন্যা উদ্ধার - ajkerparibartan.com
কাশিপুর থেকে শিশু কন্যা উদ্ধার

3:39 pm , December 25, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর কাশিপুর গণপাড়া এলাকা থেকে দেড় বছর বয়সী এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এয়ারপোর্ট থানা পুলিশ তাকে উদ্ধার করে। ২৫ বছর বয়সী অজ্ঞাতপরিচয়ের মানসিক ভারসাম্যহিন এক নারী ওই শিশুটিকে নিয়ে কোথাও যেতে চেয়েছিলো। বর্তমানে তাদের দু’জনকেই মেট্রোপলিটন ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। তবে শিশুটির পরিচয় খুঁজে পেতে জোড়জোর চলতে বলে জানিয়েছেন মহানগরীর এয়ারপোর্ট থানার অফিসার ইন-চার্জ (ওসি) আব্দুর রহমান মুকুল। তিনি জানান, মানসিক ভারসাম্যহিন ওই নারী শিশুটিকে কোথাও নিয়ে যেতে চাইছিলো। কিন্তু শিশুটি তার সাথে যেতে না চেয়ে কাঁদছিলো। বিষয়টি এলাকাবাসির মধ্যে সন্দেহের সৃষ্টি হলে তারা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে শিশুটিকে সহ ওই নারীকে থানায় নিয়ে আসা হয়েছে। ওসি বলেন, ওই নারী শিশুটিকে তার সন্তান বলে দাবী করছে। তবে তার আচার আচরণ অস্বাভাবিক। ধারানা করা হচ্ছে সে মানসিক ভারসাম্যহিন। কেননা ওই নারী সে তার নাম পরিচয়ও বলতে পারছে না। তাই শিশুটির সঠিক পরিচয় জানতে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। শিশুটিকে শীতের পোশাক কিনে দেয়া হয়েছে। কেউ শিশুটি সম্পর্কে জানতে এয়ারপোর্ট থানায় যোগাযোগ করতে অনুরোধ করেছেন ওসি আব্দুর রহমান মুকুল।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT