ভোট গ্রহণের ১৩ হাজার কর্মকর্তা চূড়ান্ত ॥ থাকবে ৪৫৭ পর্যবেক্ষক ভোট গ্রহণের ১৩ হাজার কর্মকর্তা চূড়ান্ত ॥ থাকবে ৪৫৭ পর্যবেক্ষক - ajkerparibartan.com
ভোট গ্রহণের ১৩ হাজার কর্মকর্তা চূড়ান্ত ॥ থাকবে ৪৫৭ পর্যবেক্ষক

3:35 pm , December 25, 2018

মর্তুজা জুয়েল ॥ আসন্ন ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ভোট গ্রহণের লক্ষ্যে জেলার ৬ আসনের প্রিজাইডিং এবং পোলিং কর্মকর্তাদের তালিকা চুড়ান্ত করেছে রিটার্নিং কর্মকর্তার কার্য্যালয়। ইতিমধ্যে চুড়ান্ত হওয়া কর্মকর্তাদের কাছে উপজেলা নির্বাচন কার্য্যালয় থেকে চিঠি পাঠানো হচ্ছে। বর্তমানে দায়িত্বপ্রাপ্তদের প্রশিক্ষন দেয়ার জন্য এ চিঠি দেয়া হচ্ছে। তবে কোন কেন্দ্রে কোন প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন সেই চিঠি দিয়ে কালকের (২৭ডিসেম্বর) মধ্যে জানানো হবে। স্ব-স্ব উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ তার এলাকায় দায়িত্বপ্রাপ্তদের চিঠি দিয়ে দায়িত্ব প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করবেন বলে বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তা এবং জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান। তিনি আরো জানান, বিধিমালা অনুযায়ী প্রতি কেন্দ্রে একজন করে প্রিজাইডিং অফিসার, প্রতি কক্ষে একজন করে সহকারী প্রিজাইডিং অফিসার এবং দুজন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন। জেলার ৬টি আসনে মোট ১২ হাজার ৯৪৬ জন কর্মকর্তা নির্বাচনের দিন ভোট গ্রহন ও গননার কাজে নিয়োজিত থাকবেন। এরমধ্যে ৮০৫ জন প্রিজাইডিং কর্মকর্তা, ৪ হাজার ৪৭ জন সহকারী প্রিজাইডং কর্মকর্তা এবং ৮ হাজার ৯৪ জন পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। ইতিমধ্যে জেলায় কর্মরত প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তাদের প্রিজাইডিং অফিসার, এবং দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর কর্মকর্তাদের সহকারি প্রিজাইডিং ও পোলিং অফিসার হিসেবে চুড়ান্ত করেছে রিটার্নিং কর্মকর্তার কার্য্যালয়। অপরদিকে নির্বাচনের দিন দায়িত্ব পালনের লক্ষ্যে দেশীয় বিভিন্ন পর্যবেক্ষক সংস্থার জন্য ৪৫৭টি পরিচয়পত্র ইস্যু করবে রিটার্নিং কর্মকর্তার কার্য্যালয়। ইতিমধ্যে বরিশাল রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যারা পর্যবেক্ষক আবেদন করেছেন তাদের আবেদন যাচাই বাছাই সম্পন্ন করে তাদের পর্যবেক্ষণের জন্য অনুমতি দেবে রিটার্নিং কর্মকর্তার কার্য্যালয়। জেলা প্রশাসক কার্য্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জয়দেব নন্দী জানান, আমরা প্রচুর পরিমান আবেদন পেয়েছি। এরমধ্যে যাচাই-বাছাই সম্পন্ন করে তাদেরকে পর্যবেক্ষণের জন্য ৪৫৭টি পরিচয় পত্র (পর্যবেক্ষক কার্ড) ইস্যু করা হবে। তবে বরিশালে দায়িত্ব পালনের লক্ষ্যে এখন পর্যন্ত কোন বিদেশী পর্যবেক্ষক সংস্থা আবেদন করেনি বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। এদিকে জেলায় ৬টি আসনে মোট ভোট কেন্দ্র রয়েছে ৮০৫ টি এবং ভোট কক্ষ রয়েছে ৪ হাজার ৪৭ টি। এর মধ্যে ঝুঁকিপূর্ণ বা অধিক গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে হিসেবে ৪১২ টি। ১০ উপজেলা, ৮৭ টি ইউনিয়ন, ৬ টি পৌরসভা, একটি সিটি কর্পোরেশন নিয়ে গঠিত জেলার ৬টি আসনে মোট ভোটার রয়েছে ১৭ লাখ ৭৮ হাজার ৫৮৫ জন ।এর মধ্যে পুরুষ ভোটার ৮ লাখ ৯৭ হাজার ৯২৩ জন এবং নারী ভোটার ৮ লাখ ৬০ হাজার ৬৬২ জন। ২০১৪ সালের ৫ জানুয়ারী অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১৫ লাখ ২৯ হাজার ২৬৪ জন । আসন্ন এবাদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন ভোটার বেরছে ২ লাখ ৪৯ হাজার ৩৫১ জন।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT