বরিশাল-৬ আসনের প্রার্থীদের কাছে যুবকদের ১৩ দাবী বরিশাল-৬ আসনের প্রার্থীদের কাছে যুবকদের ১৩ দাবী - ajkerparibartan.com
বরিশাল-৬ আসনের প্রার্থীদের কাছে যুবকদের ১৩ দাবী

3:35 pm , December 24, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল ৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্যর জন্য উপজেলার ১২০০ যুবকদের কাছ থেকে নেয়া হয়েছে তাদের দাবীসমুহ। যার মধ্য থেকে বাছাঁই করে ১৩টি দাবীনামা তৈরি করেছেন সেখানকার যুবকরা। এই আসনের সংসদ সদস্য প্রার্থীদের কাছে লিখিত ভাবে যুববান্ধব দাবী পেশ করা হয়েছে। দাবী গুলো হচ্ছে উদ্যোক্তা হতে আগ্রহী যুবদের উদ্যোক্তা বিষয়ক প্রশিক্ষণ ও যুব ব্যাংক প্রতিষ্ঠা। যুবদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করনে হেলথ্ কার্ড বিতরন এবং যুব উন্নয়ন ও বিকাশকে জাতীয় অগ্রাধিকার দিয়ে মোট বাজেটের নুন্যতম ৩% অর্থ বরাদ্ধ করা ইত্যাদি। প্রার্থীরা যুবদের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সবাই আশাবাদ ব্যাক্ত করেন সংসদ নির্বাচনে বিজয়ী হলে এ সকল দাবী জাতীয় সংসদে উত্থাপন ও যথাযথ ব্যাবস্থা গ্রহন করবেন।
জানা গেছে, পিছিয়ে পড়া যুবদের উন্নয়নের জন্য ইতিপূর্বে এলাকার উদ্যোমী তরুন তরুণীরা তৃনমূল পর্যায়ে ঘুরে ঘুরে স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার যুবদের হতে চাহিদা বা দাবী সংগ্রহ করে। যুব সদস্যরা হাটে বাজারে বাড়ি বাড়ি গিয়ে ১২০০ জনের বেশি যুবদের কাছ থেকে সংগ্রহ করে তাদের চাহিদা। বাছাই প্রক্রিয়ার মাধ্যমে ১২০০ এর মধ্যে যুব বান্ধব মাত্র ১৩ দাবী লিখিত ভাবে বরিশাল-৬ আসনের মহাজোট মনোনীত প্রার্থী নাসরিন জাহান রতœা, বিএনপি মনোনিত প্রার্থী আবুল হোসেন খান এবং স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার ওসমান হোসেন মনির এর কাছে লিখিত ভাবে হন্তান্তর করে। স্থানীয় যুবরা মনে করেন এই ১৩ টি দাবী পুরন হলে উন্নত হবে বরিশাল ৬ আসন। সুফল বয়ে আনবে পিছিয়ে পড়া যুবদের জন্য।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT