3:34 pm , December 24, 2018
নিজস্ব প্রতিবেদক ॥ ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর ও বরিশাল-৫ আসনে হাতপাখার প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, হাতপাখাকে বিজয়ী করুন, আমরা সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ।
তিনি বলেন, শুধু নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব নয়। মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য প্রয়োজন নীতিবান নেতা। তাই আসুন হাতপাখাকে বিজয়ী করে ভাল নেতা ও নীতিকে বিজয়ী করে স্থায়ী শান্তি ও মুক্তি নিশ্চিত করি। গতকাল সোমবার সদর উপজেলার সাহেবেরহাট বন্দরে হাতপাখার পথসভায় এ কথা বলেন তিনি।
এ সময় আরো উপস্থিত ছিলেন, গত ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক ও চরমোনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের, বরিশাল মহানগর সেক্রেটারী মাওলানা জাকারিয়া হামিদী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট বক্তা মুফতী হাবিবুর রহমান মিছবাহ, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের প্রশিক্ষণ সচিব মাওলানা আব্দুর রাজ্জাক, ইসলামী আন্দোলন বাংলাদেশ সাহেবেরহাট বন্দর থানা সভাপতি মাওলানা কাজী রুহুল আমীন, চরকাউয়া ইউনিয়ন সেক্রেটারী মাওলানা নাসির উদ্দিন নাইস, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আলিয়া মাদ্রাসা বিষয়ক সম্পাদক গাজী মুহাম্মাদ ওসমান গণী, আব্দুল্লাহ আল মামুন টিটু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।