বরিশাল-৩ আসনে শেষ মুহূর্তে পাল্টে যাচ্ছে ভোটের হিসাব নিকাশ ॥ লড়াই হবে ট্রাক বনাম ধানের শীষ ! বরিশাল-৩ আসনে শেষ মুহূর্তে পাল্টে যাচ্ছে ভোটের হিসাব নিকাশ ॥ লড়াই হবে ট্রাক বনাম ধানের শীষ ! - ajkerparibartan.com
বরিশাল-৩ আসনে শেষ মুহূর্তে পাল্টে যাচ্ছে ভোটের হিসাব নিকাশ ॥ লড়াই হবে ট্রাক বনাম ধানের শীষ !

3:32 pm , December 24, 2018

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ ॥ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই পাল্টে যাচ্ছে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) সংসদীয় আসনের হিসেব নিকাশ। এ আসনের মোট ৬ জন প্রার্থী সংসদ সদস্য হওয়ার মিশনে ভোট যুদ্ধে নেমেছে। তাদের মধ্যে মহাজোট মনোনিত প্রার্থী ২ জন হওয়ায় নিজেদের মধ্যে মৌন দ্বন্দ্ব ভোটের মাঠে লক্ষ্য করা গেছে। একজন নৌকা প্রতীক পেলেও বাবুগঞ্জ-মুলাদী আসনের উল্লেখযোগ্য কোন আওয়ামী লীগ নেতা কর্মীরা তার সাথে না থাকায় ওয়ার্কার্স পার্টির একাংশের নেতা কর্মীদের নিয়ে নৌকার পক্ষে নিজের অবস্থান টিকিয়ে রাখতে ভোট প্রার্থনা করছেন। অপর মহাজোট মনোনিত প্রার্থী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপুর পক্ষেও এ দুই উপজেলার আওয়ামী লীগের হাতে গোনা-দু-একজন ছাড়া উল্লেখযোগ্য কোন নেতার অবস্থানই নিশ্চিত করতে পারেননি লাঙ্গল প্রতীকের প্রার্থী গোলাম কিবরিয়া টিপু। এছাড়াও গোলাম কিবরিয়া টিপুর হাতে সাজানো জাতীয় পার্টির মুলাদী উপজেলার নেতাকর্মীরা নির্বাচন কেন্দ্রীয় দুটি গ্রুপে বিভক্ত হয়ে পড়েছে। মুলাদী উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও গাছুয়া ইউনিয়নের চেয়ারম্যান মোকছেদ আলম মীর ইতিধ্যেই স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান আতিকের ট্রাক প্রতিকের সমর্থনে মাঠে রয়েছেন শক্ত অবস্থানে। যার প্রতিফলন গত রবিবার বিকাল ৩ টায় গাছুয়া ইউনিয়নের সৈয়দের গাঁও ম্যাধামিক বিদ্যালয়ের মাঠে তিন সহ¯্রাধিক নেতাকর্মীদের নিয়ে জনসভার আয়োজন করেন এবং ট্রাক প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের উদাত্ত আহ্বান জানান। এ আসনের বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনিত প্রার্থী এ্যাডভোকেট জয়নুল আবেদীন নির্বাচনে এসে দিশেহারা হয়ে পরেছেন তার দলীয় নেতা কর্মীদের পুলিশী গ্রেপ্তারের চিন্তায়। ইতি মধ্যেই বাবুগঞ্জ উপজেলা বিএনপির বেশ কয়েকজন প্রথম সারির নেতা পুলিশের হাতে আটক হওয়ায় ও বহু নেতাকর্মীর নামে মামলা চলমান থাকায় তারা গাঁ ঢাকা দিয়েছেন বলে একটি সূত্রে জানিয়েছেন। ফলে নির্বাচনী মাঠে নেতাকর্মীর সংকট দেখা দিয়েছে। এছাড়াও ইসলামী আন্দোলন মনোনিত প্রার্থী উপাধ্যক্ষ মাওঃ সিরাজুল ইসলামের নিজস্ব কিছু ভোট’র বাইরের ভোট আশা করাটা তাদের জন্য দুষ্প্রাপ্য। তাদের দলীয় সূত্রে জানাগেছে, এ আসনে তাদের ৮/১০ হাজার ভোট রয়েছে! তা দিয়ে ২ লক্ষের উপরে ভোটারের বিপরীতে সংসদ সদস্য হওয়ার কথা কল্পনাও করা যায়না। আরো রয়েছে, বিকল্পধারা মনোনিত প্রার্থী কুলা প্রতীক নিয়ে মোঃ এনায়েত কবির, তিনি মূলত নিজের অস্তিত্বকে জানান দিতে সংসদ সদস্য প্রার্থী হিসেবে ভোটের মাঠে রয়েছে। এতসব প্রার্থীর ভীড়ে এ সংসদীয় আসনে স্বতন্ত্র ভাবে ট্রাক প্রতীক নিয়ে মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সাধারন সম্পাদক আতিকুর রহমান আতিক। এ আসনের ৬ জন প্রার্থীর মধ্যে প্রচার প্রচারণা ও ভোটের হিসাব নিকাশে সুবিধা জনক অবস্থানে রয়েছে তিনি। যে কারণে স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান আতিকের নির্বাচনের প্রতিটি জনসভায় জনসমুদ্রে পরিণত হয়। অনুসন্ধানে জানাগেছে, ভোটের মাঠে বিএনপির অধিকাংশ নেতার্মীদের নামে পুরনো মামলা থাকায় তারা কিছুটা আত্মগোপনে রয়েছে। কিন্তু এ অঞ্চলের সাধাররণ ভোটার তুলনামূলক ভাবে বিএনপির বেশি থাকায় বিএনপির সাথে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা স্বতন্ত্র সদস্য পদপ্রার্থী আতিকুর রহমান আতিকের ট্রাক প্রতীকের সাথে হতে পারে। যে কারণে ট্রাক প্রতীকের প্রতিটি নির্বাচনী গনসংযোগ, পথসভা, উঠান বৈঠকে জনতার ঢল নেমেছে। দল-মতের উদ্ধে স্বতন্ত্র সংসদ পদপ্রার্থী আতিকুর রহমান আতিকের ট্রাক প্রতীকে ইতিমধ্যেই আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তারই ধারাবাহিকতায় গতকাল মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়ন, চরলক্ষিপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ট্রাক প্রতীকের প্রতিটি গনসংযোগ ও জনসভায় হাজারো জনতার ঢল নামে। আতিক শ্লোগানে মুখরিত থাকে প্রতিটি জনসভা অঙ্গন। সাধারন মানুষ আজ এই সংসদীয় আসনের উন্নয়নের স্বার্থে দল-মতের উর্ধ্বে থেকে তরুন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী আতিকের ট্রাক প্রতীকে ঝুঁকছেন সাধারণ ভোটাররা। ফলে আগামী একাদশ সংসদ নির্বাচনে আতিকুর রহমান আতিক ভোটের লড়াইয়ে রয়েছেন শক্ত অবস্থানে ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT