6:32 pm , April 27, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ খুচরা টাকা না দেয়ায় ফার্মেসীর কর্মচারীকে কুপিয়ে জখম করেছে অপর ফার্মেসীর কর্মচারী। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় নগরীর বান্দ রোডে শেবাচিম হাসপাতালের সামনে এই ঘটনা ঘটে। এতে রক্তাক্ত জখম বান্দ রোডের হাওলাদার মেডিকেল হল এর কর্মচারী শিশির মজুমদারকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাছাড়া এই ঘটনায় কোতয়ালী মডেল থানায় অভিযোগ দেয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে হাওলাদার মেডিকেল কলেজের সত্ত্বাধিকারী খলিলুর রহমান হাওলাদার বলেন, হাসপাতালের সামনে বান্দ রোডের ওষুধ ব্যবসায়ীক প্রতিষ্ঠান তুহিন মেডিকেল হলের কর্মচারী ফরহাদ একটি ওষুধ কিনতে হাওলাদার মেডিকেল হলে যায়। ওষুধ নিয়ে দোকানের কর্মচারী শিশিরকে ৫০০ টাকার একটি নোট দেয় ফরহাদ। শিশির পাঁচশত টাকার পরিবর্তে খুচরা দেয়ার জন্য ফরহাদকে বলে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায় ফরহাদ তার হাতে থাকা চাকু দিয়ে শিশিরের গলায় আঘাত করে। এতে রক্তাক্ত জখম হলে গুরুতর অবস্থায় তাকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে হাওলাদার মেডিকেল কলেজের মালিক জানিয়েছেন।