3:30 pm , December 24, 2018
নিজস্ব প্রতিবেদক ॥ বানারীপাড়ায় বিএনপি ও আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় বিএনপি প্রার্থীর গাড়ি ভাংচুর ও ধানের শীষের প্রার্থী সরফুদ্দিন আহাম্মেদ সান্টু কয়েক রাউন্ড গুলি বর্ষন করে। এতে আওয়ামী লীগের কমপক্ষে ১০জন আহত হয়েছে। সংঘর্ষে বিএনপির ধানের শীষের প্রার্থী সহ উভয় পক্ষের কমপক্ষে ২৫ জনের মত আহত হয়েছে। গতকাল সোমবার বিকাল ৪টার দিকে বরিশাল-২ আসনের বিএনপি প্রার্থী গণসংযোগ শেষে ফেরার পথে বানারীপাড়া পৌর সভার সামনে এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় পুরো বানারীপাড়া উপজেলা জুড়ে আতংক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি সেনা বাহিনী ও বিজিবি’র টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।
বানারীপাড়া থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বলেন, বানারীপাড়া পৌরসভা সংলগ্ন বাসস্ট্যানে নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয় থেকে মিছিল বের করার জন্য আমরা অপেক্ষা করছিলাম। এসময় সরফুদ্দিন আহমেদ সান্টু গাড়ি বহর নিয়ে এসে হঠাৎ করেই নেতা-কর্মীদের উপর গুলি বর্ষন শুরু করে। এতে আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের রাজু খান, দুলাল তালুকদার, সুমন, উজ্জল সহ ৮ জন গুরুতর আহত হয়েছে। তাদের মধ্যে ৩ জনকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি অভিযোগ করেন, ঘটনার পরে বিএনপি’র প্রার্থীর সন্ত্রাসীরা উপজেলার নারায়নপুরে আওয়ামী লীগের প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাংচুর করে। এসময় তারা সেখানে ৫টি মোটর সাইকেল ভাংচুর ও নেতা-কর্মীদের পিটিয়ে আহত করে। পুরো বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে বলে জানান আওয়ামী লীগের ওই নেতা। এদিকে বিএনপি’র প্রার্থী সরফুদ্দিন আহমেদ সান্টুর নির্বাচনের প্রধান সমন্বয়ক মাজেদ তালুকদার মান্নান বলেন, পৌর এলাকার কাছাকাছি মিছিল নিয়ে আসতেই যুব ও ছাত্রলীগ নেতা-কর্মীরা বিএনপি প্রার্থীর গাড়ি বহরে হামলা করে। এসময় তারা প্রার্থীকে বহনকারী মাইক্রোবাস সহ মোট তিনটি মাইক্রোবাস, ২টি মোটর সাইকেল ও ৭টি থ্রি-হুইলার ভাংচুর করে। ইটপাটকেলের আঘাতে বিএনপি প্রার্থী সরফুদ্দিন আহমেদ সান্টু, পৌর বিএনপি’র সভাপতি আহসান কবির, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রিয়াজ মৃধা, মিজান ফকির, খোকন, নান্না হাওলাদার সহ কমপক্ষে ১০-১২ জনের মত আহত হয়েছে। তিনি অভিযোগ করেন, ঘটনার পরে ছাত্র ও যুবলীগ নেতা-কর্মীরা বানারীপাড়া থেকে উজিরপুরের গুঠিয়া পর্যন্ত বিএনপি’র ধানের শীষ প্রতীকের প্রার্থীর সকল নির্বাচনী কার্যালয় ভাংচুর করা করেছে। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. খলিলুর রহমান বলেন, বিএনপি প্রার্থী সরফুদ্দিন আহমেদ সান্টুর সাথে আমার মুঠোফোনে যোগাযোগ হয়েছে। তিনি বলেছেন, আওয়ামী লীগের লোকজন তাদের গাড়ি বহরে হামলার চেষ্টায় এগিয়ে আসে। তখন তিনি (সান্টু) চার রাউন্ড গুলি করেছে। এতে আওয়ামী লীগের ৭/৮ জনের মত আহত হয়েছে। তবে তাদের মধ্যে ১ জনের অবস্থা গুরুতর বলে শুনেছি। তবে বিএনপি প্রার্থী গাড়ি ভাংচুর হয়েছে কিনা সেটা আমার জানা নেই। জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মাঈনুল বলেন, শুনেছি বানারীপাড়া পৌরসভা এলাকায় বিএনপি ও আওয়ামী লীগের দুই প্রার্থীর পাল্টা পাল্টি মিছিল হওয়ার কথা ছিলো। এসময় সেখানে মারামারি এবং গোলাগুলি হয়েছে। এতে এলাকা জুড়ে আতংক ছড়িয়ে পড়ে। ঘটনার পর পরই সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।