3:39 pm , December 23, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ পোশাক জগতের অন্যতম ব্র্যান্ড আরশ বরিশাল শাখার শুভ উদ্বোধন হয়েছে। গতকাল রোববার ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে বরিশাল শাখার উদ্বোধন করেন প্রধান অতিথি পুলিশ কমিশনার মো. মোশারেফ হোসেন। দক্ষিণ চকবাজার ফলপট্টির মোড়ে শাখার উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) আবু সালেহ মো. রায়হান, দৈনিক আজকের পরিবর্তন’র প্রকাশক ও সম্পাদক কাজী মিরাজ, আরশ’র চেয়ারম্যান লিয়াকত হোসেন সবুজ, দৈনিক প্রথম সকালের প্রকাশক ও সম্পাদক কাজী আল মামুন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হালিম ভূইয়া, হাসনাইন চৌধুরী, টুটুল চৌধুরী, কাজী আফরোজা, সেলিম ভূইয়া প্রমুখ। সুসজ্জিত আরশ এর বরিশাল শাখায় পুরুষদের জন্য বোম্বের বিভিন্ন ব্র্যান্ডের পাঞ্জাবি, শেরওয়ানি, পাগড়ি, নাগড়া, ওড়না সহ শার্ট, প্যান্ট, গেঞ্জি এবং মহিলাদের জন্য ভারতীয় কুর্তি, পালাজ্জো, কাশ্মীরি শাল পাওয়া যাবে। ঢাকার বসুন্ধরা সিটি, বেইলি রোড, ওয়ারি এবং নবাবগঞ্জের বাঁদুরায় আরশ’র নিজস্ব শোরুম রয়েছে। ফ্যাশন সচেতন ও স্টাইলিশ নারী-পুরুষদের জন্য দেশব্যাপী আরশ’র খ্যাতি রয়েছে। এদিকে উদ্বোধন উপলক্ষে ১৬% ছাড় দেয়া হয়েছে।