3:37 pm , December 23, 2018

ঝালকাঠি প্রতিবেদক ॥ ঝালকাঠি-২ আসনে দিনব্যাপী প্রচার-প্রচারানা আর গণসংযোগ করেছেন নৌকার প্রার্থী শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। রোববার সকালে জেলা সদর ও নলছিটি উপজেলার বিভিন্ন এলাকায় স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত পথসভা ও উঠোন বৈঠকে যোগ দেন তিনি। এসময় আওয়ামী লীগের এ হ্যাভি ওয়েট নেতা নৌকায় ভোট দিতে সবাইকে আহ্বান জানান। এর আগে জেলা সরকারি উচ্চ বিদ্যালয়ে বেসরকারি সংগঠন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর আয়েজনে আওয়ামী লীগের নির্বাচনী পোলিং এজেন্টদের নিয়ে প্রশিক্ষন কর্মশালা উদ্বোধন করেন তিনি। দিনব্যাপী এ কর্মশালায় ভোট গ্রহনের দিন কেন্দ্রে দায়িত্ব পালনের বিভিন্ন বিষয় নিয়ে পোলিং এজেন্টদের প্রশিক্ষন দেয়া হয়। ৬৫০ জন নারী ও পুরুষ কর্মশালায় অংশগ্রহণ করেন। উদ্ধোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা আ. লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক এ্যাড. খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের স্থানীয় ফেল এস.এম রেজভি সহ অন্যরা উপস্থিত ছিলেন।