3:35 pm , December 23, 2018
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল মহিলা ক্লাবের নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় করেছেন সদর আসনের আওয়ামী লীগের প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম। গতকাল রোববার সন্ধ্যায় মহিলা ক্লাব মিলনায়তনে এ সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাহান আরা বেগম। মতবিনিময় সভায় সাহান আরা বেগম বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীমের প্রতি মহিলাক্লাবের পূনার্ঙ্গ সমর্থন ও সহযোগিতা থাকবে। নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার জন্য ক্লাবের সকল সদস্যদের একসাথে কাজ করার নির্দেশ দেন তিনি। এ সময় প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম সকলের সহযোগিতা নিয়ে বরিশালের উন্নয়নের প্রতিশ্রুতিও দেন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ফেরদৌস জাহান মুন্নী, সাবেক কাইন্সিলর কামরুন্নাহার রোজী সহ মহিলা ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ।
