3:34 pm , December 23, 2018

আগৈলঝাড়া প্রতিবেদক ॥ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণায় ব্যাস্ত সময় পার করছেন বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জাতির পিতার ভাগ্নে আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। সংসদীয় দুই উপজেলায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে একের পর এক উঠান বৈঠক করে যাচ্ছেন তিনি। এরই ধারাবাহিকতায় গতকাল রোববার বিকেলে আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ভালুকসী মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি শাহাদাৎ কাজী’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। এ সময় তিনি বলেন, জঙ্গিবাদের উৎপত্তি স্থল হল বিএনপি। বিএনপি ক্ষমতায় এলে এদেশে খুন, হত্যা, গুমসহ জঙ্গিবাদের সৃষ্টি হয়। দীর্য় ২১ বছর ক্ষমতায় থেকে ওরা আমাদের ২৬ হাজার নেতাকর্মীকে হত্যা করেছে। ২০০৪ সালের ২১ শে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা চালিয়ে তাকে হত্যা করতে চেয়েছিল। কিন্তু আপনাদের দোয়ায় আল্লাহ’র অশেষ রহমতে শেখ হাসিনা বেঁচে গেলেও ওই হামলায় আইবি রহমানসহ আমাদের ২৪ জন নেতাকর্মী নিহত হয়। আমরা (আওয়ামীলীগ) প্রতিহিংসার রাজনীতি পছন্দ করি না। আমরা দীর্ঘ ১০ বছর ক্ষমতায় থেকেও তাদের (বিএনপি)’র কোন নেতাকর্মীর ওপর কোন অত্যাচার নির্যাতন করিনি। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় বলেন “ওরা অধম হলে, আমরা উত্তম হবো না কেন?” এসময় তিনি আরও বলেন, ক্ষুধা ও দারিদ্র মুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে এদেশে শেখ হাসিনার কোন বিকল্প নাই। তাই উন্নয়নে ধারা অব্যহত রাখতে আগামী ৩০শে ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার বিজয় সু-নিশ্চিত করার জন্য সকলকে আহব্বান জানান আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। উঠান বৈঠকে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান মাইদুল ইসলাম, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা এ্যাডভোকেট বলরাম পোদ্দার, আগৈলঝাড়া আওয়ামীলীগের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হারিছুর রহমান হারিছ, আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত প্রমুখ। উঠান বৈঠকে ভালুকসী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্থানীয় বিএনপি নেতা হাবিবুর রহমান পিন্টু’র নেতৃত্বে শতাধিক নেতা কর্মী প্রধান অতিথি আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র হতে ফুলের তোড়া দিয়ে আওয়ামীলীগে যোগদান করেন। এ সময় আগৈলঝাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, উপজেলা আওয়মীলীগ সমন্বয়ক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, উপজেলা যুবলীগ সভাপতি সাইদুর সরদার, সধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির পাইকসহ আওয়ামীলীগ ও সগযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।