কুয়াকাটায় যুবলীগের বর্ধিত সভায় হাজারো মানুষের ঢল কুয়াকাটায় যুবলীগের বর্ধিত সভায় হাজারো মানুষের ঢল - ajkerparibartan.com
কুয়াকাটায় যুবলীগের বর্ধিত সভায় হাজারো মানুষের ঢল

3:32 pm , December 22, 2018

আনোয়ার হোসেন আনু, কুয়াকাটা ॥ আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মহিপুর থানা যুবলীগের উদ্যোগে শুক্রবার রাতে মহিপুরে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আহুত বর্ধিত সভা জনসমাবেশে পরিনত হয়ে যায়। মিছিল সহকারে হাজার হাজার মানুষের ঢল নামে। কয়েক’শ বিএনপি নেতাকর্মি ও ব্যবসায়ীরা আওয়ামীলীগে যোগদান করেছে। মহিপুর থানা যুবলীগের আহবায়ক এ এম মিজানুর রহমান বুলেট’র সভায় সভাপতিত্ব করেন।
প্রধান অতিথির বক্তব্য রাখেন, পটুয়াখালী ৪ আসনের নৌকার মনোনিত প্রার্থী অধ্যক্ষ মহিববুর রহমান মুহিব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুয়াকাটা পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আঃ বারেক মোল্লা, মহিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ নুর ইসলাম হাওলাদার,বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার বাবু নিখিল গুহ সহ যুবলীগ আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন। সভার সঞ্চালনা করেন মহিপুর থানা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ মাসুদ রানা। সভায় উপস্থিত বক্তারা বলেন, বর্ধিত সভায় হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে। এত মানুষের উপস্থিতিই প্রমান করে শেখ হাসিনার নৌকাতেই মানুষের আস্থা। দক্ষিনাঞ্চলে নৌকার পক্ষে গনজোয়ার বয়ে যাচ্ছে। এই গন জোয়ার দেখে বিএনপি এখন দিশেহারা হয়ে গেছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT