3:30 pm , December 22, 2018

পিরোজপুর প্রতিবেদক ॥ পিরোজপুর-২ আসনের মহাজোট প্রার্থী জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান ও পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেন, ঐক্যবদ্ধ থাকলে উন্নয়ন কাজ ত্বরান্বিত হয়। ইন্দুরকানিতে আমি গত ছয় বছর ধরে আসা-যাওয়া করি। গত ৩৩/৩৪ বছরে ভান্ডারিয়া-কাউখালীসহ দক্ষিণ অঞ্চলে মানুষ যে একতার পতাকা তলে সমবেত হয়ে ভাগ্য পরিবর্তনের ধারায় চলতে শিখেছে তা ইন্দুরকানিতেও ছড়িয়ে দিতে হবে। আমি কখনও প্রতিহিংসা, মারমুখী রাজনীতি, মানুষকে এলাকা ছাড়া করা, মামলা-মোকদ্দমা, জেল-জুলুম তথা হয়রানী করার নীতিতে বিশ্বাসী নই। বিগত পাঁচ বছর এ এলাকার মানুষ শান্তি স্বস্তি ও নিরুত্তাপ জীবন-যাপন করেছেন। ভাগ্যের পরিবর্তন চাইলে ঝগড়া-ফ্যাসাদ, মারামারি, হানাহানিসহ সকল সংঘাতমূলক কাজ থেকে বিরত থেকে জনগণকে ঐক্যবদ্ধভাবে উন্নয়নের পক্ষে সক্রিয় হতে হবে। আমি আলাহর হুকুমে এলাকার মানুষের খেদমতের জন্য কাজ করি।দেশ স্বাধীন হয়েছে মানুষেরভাগ্য পরিবর্তনের জন্য। স্বাধীনতাকে অর্থবহ করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে রাস্ট্র ক্ষমতায় বসাতে হবে। কাজ মানেই উন্নয়ন ধারায় নিজেদের সম্পৃক্ত করা, তথা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত গ্রহণ। উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে ভোট দেয়ার ক্ষেত্রে এই সঠিক সিদ্ধান্তটিই নিতে হবে।
তিনি শুক্রবার বিকালে পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলার বালিপাড়া ইউনিয়নের চন্ডীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক নির্বাচনী বিরাট জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পিরোজপুর-২ আসনে (ইন্দুরকানি-ভান্ডারিয়া-কাউখালী) ১৪দলের শরিক জাতীয় পার্টি-জেপি’র মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন মঞ্জু এ সময় উপস্থিত হাজারও মানুষের কাছে তাঁর নির্বাচনী প্রতীক বাইসাইকেলে ৩০ ডিসেম্বর তাঁকে ভোট দেয়ার আহবান জানান।
আনোয়ার হোসেন মঞ্জু আরো বলেন, আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নিবার্চন অনুষ্ঠিত হবে। যার মধ্যদিয়ে শেখ হাসিনা ও তাঁর মনোনীত ও সমর্থিত মহাজোট বিপুল সংখ্যাধিক্যে বিজয়ী হবেন এবং ইনশাল্লাহ তিনিই পুনরায় দেশের প্রধানমন্ত্রী হবেন। দেশে চলমান উন্নয়ন ধারাকে অব্যহত রাখতে শেখ হাসিনা ও জোটের প্রার্থীদের ভোট দেয়া জনগণের দায়িত্ব ও সময়ের দাবী। এই দায়িত্ব পালনের জন্য সকলকে কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে।