সুজনের প্রার্থীদের মুখোমুখি অনুষ্ঠান এলাকার উন্নয়ন ও সুষ্ঠু নির্বাচনের ঘোষণা প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সুজনের প্রার্থীদের মুখোমুখি অনুষ্ঠান এলাকার উন্নয়ন ও সুষ্ঠু নির্বাচনের ঘোষণা প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের - ajkerparibartan.com
সুজনের প্রার্থীদের মুখোমুখি অনুষ্ঠান এলাকার উন্নয়ন ও সুষ্ঠু নির্বাচনের ঘোষণা প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের

3:29 pm , December 22, 2018

ভোলা অফিস ॥ ভোলায় সুশাসনের জন্য নাগরিকÑ সুজনের মুখোমুখি অনুষ্ঠানে এক মঞ্চথেকে এলাকার উন্নয়ন ও সুষ্ঠু নির্বাচনের ঘোষণা দিয়েছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোলা-১ (সদর) আসনের প্রার্থীরা। গতকাল শনিবার বেলা ১১ টায় শহরের বাংলাস্কুল মাঠের ভাসানী মঞ্চে অনুষ্ঠিত সভা থেকে প্রার্থীরা এ ঘোষণা দেন। এসময় প্রতিদ্ব›িন্দ্ব প্রার্থীরা তাদের প্রত্যাশা ও অঙ্গীকারের কথা উপস্থিত ভোটারদের সামনে তুলে ধরেন। এবার নির্বাচনে ভোলা-১ আসনে মোট ৫জন প্রার্থী প্রতিদ্ব›িন্দ্বতা করছেন। এর আসনের আওয়ামী লীগ প্রার্থী ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ (নৌকা), বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থী কেফায়েত উল্যাহ নজিব (লাঙ্গল), কমিউনিস্ট পার্টির প্রার্থী একেএম সোহেল আহমেদ (কাস্তে) ও ইসলামী আন্দোলণের প্রার্থী মাও. মো. ইয়াছিন নবীপুরী (হাতপাখা) উপস্থিত ছিলেন। প্রার্থীরা উপস্থিত ভোটারদের উদ্দেশ্যে নিজ নিজ দলের ইশতেহার তুলে ধরেন এবং নানা উন্নয়নের অঙ্গীকার করেন।সরাসরি উত্তর দেন ভোটারদের প্রশ্নের। প্রার্থীরা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার করেন এবং প্রার্থীরা সৎ, যোগ্য প্রার্থী নির্বাচিত করার অঙ্গীকার করেন। অনুষ্ঠানে উপস্থিত হন নি বিএনপির প্রার্থী গোলাম নবী আলমগীর।
সুজন জেলা কমিটির উপদেষ্টা মোবাশ্বির উল্যাহ চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সুজনের কেন্দ্রীয় সমনন্বয়কারী দিলিপ কুমার সরকার, জেলা কমিটির সাধারণ সম্পাদক নাসির লিটন, যুগ্ম সম্পাদক মো. হোসেন, সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সদস্য তালহা তালুকদার বাঁধন। প্রশ্নত্তোরপর্বে স্থানীয় বিভিন্ন বিষয় ও প্রতিশ্রুতি নিয়ে প্রার্থীদের সাথে কথা বলেন, মুক্তিযোদ্ধা ও ভোলা প্রেসক্লাব আহবায়ক মো. আবু তাহের, শিক্ষাবিদ প্রফেসর রুহুল আমিন জাহাঙ্গীর, অধ্যক্ষ সাফিয়া খাতুন, শিক্ষক মুসরিন আখতার, হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টার্ণ ঐক্য পরিষদের আহবায়ক অবিনাশ নন্দি, মাওলানা মিজানুর রহমান, কলেজ শিক্ষক কানাই পাল, তরণ ভোটার আল আমিন এম তাওহিদ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT