চন্দ্রমোহনে বিএনপির সভা পুলিশী লাঠিপেটায় পন্ড ॥ আটক ৩ চন্দ্রমোহনে বিএনপির সভা পুলিশী লাঠিপেটায় পন্ড ॥ আটক ৩ - ajkerparibartan.com
চন্দ্রমোহনে বিএনপির সভা পুলিশী লাঠিপেটায় পন্ড ॥ আটক ৩

3:28 pm , December 22, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নে বিএনপি প্রার্থী এ্যাড. মজিবর রহমান সরোয়ারের কর্মী ও নির্বাচনী সভা পন্ড হয়েছে। গতকাল শনিবার বিকেলে চন্দ্রমোহন ইউনিয়নে এক বিদ্যালয় মাঠে এ সভা হওয়ার কথা ছিল। বরিশাল-৫ আসনের বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক জিয়াউদ্দিন সিকদার জিয়া অভিযোগ করে বলেন, প্রার্থী এ্যাড. মজিবর রহমান সরোয়ারকে সভাস্থলে না যেতে দেয়ার কৌশলে নেহালগঞ্জ এলাকায় ফেরী, ট্রলার ও খেয়া নৌকা সরিয়ে ফেলা
হয়েছে। সভাস্থলে জড়ো হওয়া নেতা-কর্মিদের লাঠিপেটা করেছে। এছাড়াও চন্দ্রমোহন ইউনয়ন বিএনপির সহ-সভাপতি তুহিন পন্ডিত সহ ৩ জনকে আটক করেছে বন্দর থানার পুলিশ।
মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়া উদ্দিন সিকদার জিয়া জানান, বিকেল ৪ টায় পূর্ব নির্ধারিত কর্মসূচীর অংশ হিসেবে সভায় যোগদানের লক্ষ্যে প্রার্থী এ্যাড. সরোয়ার ও তার কর্মিরা নেহালগঞ্জ ফেরীঘাটে পৌছেন। কিন্তু ফেরীঘাটে পৌছে তারা ফেরী, ট্রলার ও খেয়া নৌকা পায়নি। তাদের ফেরীঘাট এলাকায় পৌছানোর পূর্বে পুলিশ ফেরী, ট্রলার ও খেয়া নৌকা সরিয়ে দেয়। এছাড়াও সভাস্থলে পুলিশ লাঠিপেটা করে নেতা-কর্মিদের ছত্রভঙ্গ করে ৩ জনকে আটক করেছে। জিয়া উদ্দিন সিকদার আরো অভিযোগ করে বলেন, কর্মি সভায় যোগ দিতে না পেরে ফিরে আসার সময় সদর উপজেলার মৌলভীর হাট এলাকায় পুলিশ ও বিজিবির টহল দলের বাধার মুখে পড়েন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্মমহাসচিব ও প্রার্থী সরোয়ার ও তার নেতাকরা। তারা নেতাকর্মিদের ছত্রভঙ্গ করে দেয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT