3:27 pm , December 22, 2018

আগৈলঝাড়া প্রতিবেদক ॥ বিএনপি’র প্রার্থী জহির উদ্দিন স্বপন বাড়িতে বসে সংবাদ সম্মেলন করে দীর্ঘ ১৭ বছর পর সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার দায় স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন। সে (স্বপন) স্ব-ঘোষিত অপরাধী যার জন্য তার এই জনপদের জনগণের কাছে ভোট চাওয়ার কোন অধিকার নাই। ২০০১ সালে প্রশাসনিক কারচুপির মাধ্যমে ক্ষমতায় এসে পাঁচ বার দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন করেছে খালেদা জিয়া। জিয়াউর রহমানের নামে প্রতিষ্ঠিত চ্যারিটেবল দুর্নীতি মামলায় বর্তমানে সাঁজা ভোগ করছেন বেগম খালেদা জিয়া। বিএনপি ক্ষমতায় এসে এ এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের ওপর নির্যাতন, হামলা ও বাড়ি ঘর দখল করে তাদেরকে বাধ্য করেছিল পার্শ্ববর্তী রামশীল গ্রামে আশ্রয় নিতে। খালেদা জিয়ার জন্ম ভারতের জলপাইগুড়ি, তাই এদেশের মাটি ও মানুষের জন্য তার কোন মায়া-মমতা নেই। মমতা থাকলে সে এতিমদের টাকা লুট করে বিদেশে পাচার করতো না। বিএনপি জামাত জোট একসাথে দেশের ৬৪ জেলায় সিরিজ বোমা হামলা করেছিল। শুধু তাই নয় ঝালকাঠীতে বোমা হামলা চালিয়ে দুই বিচারককে হত্যা করেছে। ২০১৪ সালে সারা দেশে পেট্রোল বোমা নিক্ষেপ করে শত শত মানুষকে পুড়িয়ে মেরেছে।