ফেইসবুকে গুজব ছড়ানোর অভিযোগে আটক ৩ ফেইসবুকে গুজব ছড়ানোর অভিযোগে আটক ৩ - ajkerparibartan.com
ফেইসবুকে গুজব ছড়ানোর অভিযোগে আটক ৩

3:31 pm , December 21, 2018

পরিবর্তন ডেস্ক ॥ ফেইসবুকসহ সামাজিক যোগাযোগের মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে তিনজনকে আটক করেছে র‌্যাব। র‌্যাব-২ এর উপ-অধিনায়ক মহিউদ্দিন ফারুকী জানান, বৃহস্পতিবার রাতে রাজধানীর শ্যামলী এলাকা থেকে ওই তিনজনকে তারা আটক করেন। আটকরা হলেন- ওয়াহিদুন্নবী (৪৭), আরাফাত তারুণ্য তামাদি (৩৭) ও আব্দুল্লাহ জাবিদ (৪৫)।
র‌্যাব কর্মকর্তা ফারুকী বলেন, “আটকরা ফেইসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী উসকানিমূলক অপপ্রচার, মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে গুজব ছড়িয়ে আসছিল। তারা অনলাইনের মাধ্যমে ব্যবসায় জড়িত, কিন্তু বিভিন্ন গুজব ছড়াচ্ছে।”
ওয়াহিদুন্নবীর বিরুদ্ধে যাত্রাবাড়ী, পল্টন ও মিরপুর থানায় ডিজিটাল সিকিউরিটি আইন রয়েছে বলে জানান র‌্যাব-২ এর উপ-অধিনায়ক।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT