লালমোহনে নির্বাচনী প্রচারণায় দুই তারকা লালমোহনে নির্বাচনী প্রচারণায় দুই তারকা - ajkerparibartan.com
লালমোহনে নির্বাচনী প্রচারণায় দুই তারকা

3:31 pm , December 21, 2018

লালমোহন প্রতিবেদক ॥ নৌকার প্রচারণায় ঢাকা থেকে হেলিকপ্টার যোগে শুক্রবার দুপুরের দিকে ভোলার লালমোহনে এসেছেন চিত্রনায়ক ফেরদাউস ও নায়িকা অপু বিশ্বাস। দুই তারকা আসার কথা মানুষের কাছে প্রচার না হলেও বিষয়টি মুখে মুুখে শুনে তাদের এক নজর দেখতে ভিড় করে সাধারণ মানুষ ও ভক্তরা। নায়ক ফেরদৌস ও নায়িকা অপু বিশ্বাস ফরাজগঞ্জ ইউনিয়নে গণসংযোগে যান। সেখানে রাস্তার দুই পাশে শত শত নারী পুরুষ তাদের দেখার জন্য ভিড় করেন। পরে নৌকার পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করেন তারা। ফেরদাউস ও অপু বিশ্বাস নৌকার বিজয় নিশ্চিত করতে সাধারণ ভোটারদের কাছে নৌকার পক্ষে ভোট দেওয়ার আহবান জানান। এসময় চিত্রনায়ক ফেরদৌস বলেন, উন্নয়নের মার্কা, শেখ হাসিনার মার্কা, নুরুন্নবী চৌধুরী শাওনের মার্কা, শান্তির মার্কা নৌকার পক্ষে আমরা এসেছি। আপনারা ৩০ ডিসেম্বর সবাই নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকার প্রার্থীকে জয়যুক্ত করুন। এসময় উপস্থিত ছিলেন, ভোলা-৩ আসনের আওয়ামীলীগ মনোনিত প্রার্থী নূরুন্নবী চৌধুরী শাওন।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT