মুলাদীতে সাংবাদিক মনির রাঢ়ির স্মরণ সভা অনুষ্ঠিত মুলাদীতে সাংবাদিক মনির রাঢ়ির স্মরণ সভা অনুষ্ঠিত - ajkerparibartan.com
মুলাদীতে সাংবাদিক মনির রাঢ়ির স্মরণ সভা অনুষ্ঠিত

3:29 pm , December 21, 2018

মুলাদী প্রতিবেদক ॥ সন্ত্রাসী হামলায় নিহত মুলাদী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মনির হোসেন রাঢ়ির ৮ম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মোনাজাতের আয়োজন করেছে মুলাদী প্রেসক্লাব। গতকাল শুক্রবার বেলা ১১টায় মুলাদী প্রেসক্লাবের শাহজাহান মাহমুদ বাদশা স্যার মিলনায়তনে অনুষ্ঠিত প্রয়াত মনির হোসেন রাড়ীর স্বরণ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আলমগীর হোসেন সুমন। এসময় মনির হোসেন রাড়ীর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ-সভাপতি কে.এম মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্যাদা, সাংগঠনিক সম্পাদক নজিবুর রহমান ভূইয়া কামাল, মুলাদী সাংবাদিক ঐক্য ফোরামের আহ্বায়ক কাউন্সিলর আলমগীর হোসেন, মুলাদী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবিন রাঢ়ি, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক রাসেল মল্লিক, মুলাদী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনিরুজ্জামান মনির, সহ-সভাপতি লিটন তালুকদার, সাধারণ সম্পাদক সুলেমান কাদির খোকন তালুকদার, সাংগঠনিক সম্পাদক মোঃ হাচান, সাংবাদিক সিরাজ মোল্লা, রোকনুজ্জামান, নজরুল ইসলাম, রেজা হাওলাদার, জুয়েল মোল্লা সহ উপজেলার সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। স্বরণ সভা শেষে উপজেলা ইমাম সমিতির সাধারন সম্পাদক মুফতি রফিকুল ইসলামের পরিচালনায় শহীদ সাংবাদিক মনির হোসেন রাঢ়ির আতœার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। উল্লেখ্য ২০১০ সালের ২১ ডিসেম্বর মুলাদী থানার পশ্চিম পার্শ্বে রাস্তা নির্মানকে কেন্দ্র করে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় মনির হোসেন রাঢ়ি নিহত হন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT