সুষ্ঠু পরিবেশের দাবীতে ঝালকাঠি-২ আসনে ধানের শীষ প্রার্থীর সংবাদ সম্মেলন সুষ্ঠু পরিবেশের দাবীতে ঝালকাঠি-২ আসনে ধানের শীষ প্রার্থীর সংবাদ সম্মেলন - ajkerparibartan.com
সুষ্ঠু পরিবেশের দাবীতে ঝালকাঠি-২ আসনে ধানের শীষ প্রার্থীর সংবাদ সম্মেলন

3:28 pm , December 21, 2018

ঝালকাঠি প্রতিবেদক ॥ ঝালকাঠি-২ আসনে হামলা-মামলায় হয়রানী বন্ধসহ নির্বাচনী শুষ্ঠু পরিবেশে বজায় রাখার দাবীতে সংবাদ সম্মেলন করেছেন ধানের শীষ প্রার্থী জীবা আমিনা খান। গতকাল শুক্রবার বিকেলে জেলা শহরের বিশ্বরোডস্থ বিএনপির নির্বাচনী কার্যালয়ে ধানের শীষের প্রার্থী সংবাদ সম্মেলন করেন। লিখিত সংবাদ সম্মেলনে জীবা আমিনা খান অভিযোগ করেন, প্রচারনা শুরুর পর থেকেই হামলা-মামলায় বিএনপির নেতাকর্মীদের হয়রানী করা হচ্ছে । জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ বেশ কজন নেতাকর্মীকে রাজনৈতিক ভাবে হয়রানী করতে গ্রেফতার করা হয়েছে। দুই বার হামলা করা হয়েছে জীবার গাড়ি বহরে। আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত হামলা-মামলা বন্ধ করে নির্বাচনে শুষ্ঠু ও সব দলের সমান অংশ গ্রহনের সুযোগ পেতে সাংবাদিকদের মাধ্যমে দাবী জানান ঝালকাঠি-২ আসনের এ বিএনপির প্রার্থী।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT