স্বেচ্ছাসেবক দলের জেলার সভাপতিসহ গ্রেপ্তার ১১ স্বেচ্ছাসেবক দলের জেলার সভাপতিসহ গ্রেপ্তার ১১ - ajkerparibartan.com
স্বেচ্ছাসেবক দলের জেলার সভাপতিসহ গ্রেপ্তার ১১

3:27 pm , December 21, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশের বিএনপি নেতা-কর্মীদের গণ গ্রেপ্তার চলছেই। গত চার দিনে বিএনপি-জামায়াতের অর্ধ শতাধিক নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছে। সর্বশেষ গতকাল শুক্রবার স্বেচ্ছাসেবক দল জেলার সভাপতি সহ ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুর থেকে বিকাল পর্যন্ত জেল গেট ও গোরস্থানসহ বিভিন্ন এলাকা থেকে কোতয়ালী মডেল থানা পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। এদেরকে পুলিশের দায়ের করা পূর্বের বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো- মহানগর বিএনপি’র সদস্য ও কোতয়ালী বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শেখ আব্দুর রহিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জেএম আমিনুল ইসলাম লিপন, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান রাহাত, ছাত্রদলের কেন্দ্রিয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, বিএনপি নেতা হিমেল তালুকদার, মো. রিয়াজ হাওলাদার, স্বেচ্ছাসেবক দল নেতা বিএইচ রিমন, শাহরিয়ার ইসলাম তুষার, মো. নুরুল ইসলাম সহ ১১ জন।
এদের মধ্যে জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি জেএম আমিনুল ইসলাম লিপন ও বিএইচ রিমন সহ কয়েকজন বরিশাল কেন্দ্রিয় কারাগারের পূর্বে গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের সাথে দেখা করতে যান। দেখা করে ফেলার পথে জেল গেট থেকে তারা গ্রেপ্তার হয়। তাছাড়া কোতয়ালী বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর বিএনপি’র বর্তমান সদস্য শেখ আব্দুর রহিম মুসলিম গোরস্থানে মৃত্যু ব্যক্তির দাফনে অংশগ্রহন করেন। সেখান থেকে ফরার পথে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
তাছাড়া দলীয় সূত্র জানিয়েছে, গতকাল দুপুরের দিকে পুলিশ মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহাবুবুর রহমান পিন্টুর বাসায় অভিযান চালায়। এসময় পুলিশের ধাওয়া খেয়ে পালিয়ে যায় পিন্টু। কোতয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানা সহ বিভিন্ন থানায় বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা রয়েছে। ওই মামলার আসামী হিসেবে তাদের জেল গেট সহ বিভিন্ন স্থান হতে গ্রেপ্তার করা হয়। অপরদিকে বিএনপি’র পক্ষ থেকে দাবী করা হয়েছে, গত চারদিন ধরে পুলিশ তাদের নেতা-কর্মীদের গণগ্রেপ্তার করছে। এ পর্যন্ত তাদের অর্ধ শতাধিক নেতা-কর্মীকে কোন প্রকার গ্রেপ্তারী পরোয়ানা ছাড়াই যেখানে পাচ্ছে সেখান থেকে ধরে নিয়ে যাচ্ছে। অভিযানের প্রথম দিনেই মহানগরীর চারটি থানা পুলিশ ২১ জনকে গ্রেপ্তার করে। তার পরের দিন আরো ২৫ জনকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার গ্রেপ্তার হয় দু’জন। সর্বশেষ শুক্রবার শুধুমাত্র কোতয়ালী পুলিশ ১১ জনকে গ্রেপ্তার করে। সব মিলিয়ে এ পর্যন্ত বিএনপি’র ৬৯ জন গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে জামায়াতের ১৭ জন নেতা-কর্মী রয়েছে। তাছাড়া যাদের গ্রেপ্তার করা হচ্ছে তারা সবাই বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের গুরুত্বপূর্ন পদে রয়েছে।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT