3:25 pm , December 21, 2018

সাঈদ পান্থ ॥ বরিশালের শিল্পী ড. স্বয়ম্ভু সরকারের গান “টাকা দিয়ে কিনছি আমি ইলেকশনের মার্কা খানি/সন্ত্রাসী দিয়া গড়েছি আমার পার্টির কর্মী দল/আমি বুঝ ব্যবসাপাতি নাই আমার রাজনীতির নীতি।” এই গানের মত কোন প্রার্থীকেই দেখতে চায় না বরিশালের ৬ টি সংসদীয় আসনের ভোটাররা। তাদের মধ্যে কেউ চান ভোটাধিকার প্রয়োগের সক্ষমতা। কেউ চায় দল নয়, ব্যক্তি প্রার্থীর যোগ্যতা, তার সততা। আবার কেউ চান এলাকার উন্নয়ন ঘটাবে যিনি তাকে ভোট দিতে। সর্বোশেষ অধিকাংশ ভোটারের প্রশ্ন ‘আমরা ভোট দিতে পারবো তো।’ বরিশালে বেসরকারি একটি সংস্থার কর্মকর্তা সাকিন আহম্মেদ খান বলেন, ‘২য় বারের মতে আমি ভোট দিবো। আমার মতে উন্নয়ন দেখে ভোট দেয়াই ভাল। কারণ দেশের উন্নয়নের জন্য আমরা ভোটাধিকার প্রয়োগ করে থাকি। তাই দেশের উন্নয়নটাই আমরা বেশী এবং বড় করে দেখবো।’ বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা ও বরিশাল ৫ আসনের নতুন ভোটার মো: ইমরান বলেন, ‘ভোট দিতে পারবো কি না বুঝতে পারছি না। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যানের ব্যালট হাতে পাইনি। তবে একটি ব্যালট পেয়েছি সেটা হচ্ছে ইউপি সদস্যের।’ তিনি বলেন, ‘উন্নয়নের চেয়ে মানুষ চায় নিরাপত্তা। বেচেঁ থাকতে চাই। আগে বাচিঁ তার পর পদ্মা সেতু। রাতে অনেকেই বাড়িতে ঘুমাতে পারে না। এর নিরাপত্তা নিশ্চিত হোক।’ বরিশাল নগরীর ৬ নং ওয়ার্ডের হাটখোলা এলাকার বাসিন্দা মো: সত্তার হোসেন বলেন, ‘উন্নয়ন তো সবাই করে। আমরা চাই রাজনৈতিক পরির্বতন।’ তিনি বলেন, ‘আমি যে সংসদ নির্বাচনে ভোট দিতে পারবো, এর নিশ্চয়তা কে দিবে? গত সিটি নির্বাচনেতো ভোট দিতে পারি নি। এবারও তো সেই সরকারের আমলেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মানে ব্যাতিক্রম হওয়ার কোন লাইন দেখছি না। আমরা সুন্দর পরিবেশে ভোট দিতে চাই।’ বরিশাল নগরীর ১৮ নং ওয়ার্ডের ভোটার ও বেসরকারি চাকুরীজীবী মো: রফিকুল ইসলাম বলেন, ‘গত সিটি নির্বাচনে গিয়ে আমি ভোট দিতে পারিনি। এবার যে ভোট দিতে পারবো এই কোন লক্ষন দেখা যাচ্ছে না। এক কথা আমরা মত প্রকাশ করার সুযোগই পাচ্ছি না। উন্নয়নের আগে গনতন্ত্র ফিরে আসুক এটাই কামনা করছি।’ নগরীর শ্রীনাথ চ্যাটার্জীলেনের বাসিন্দা ও নতুন ভোটার নুসরাত জাহান বলেন, ‘আমি ভোট দিব স্বাধীনতা পক্ষের শক্তিকে। মুক্তিযুদ্ধের চেতনাকে যারা অবিশ্বাস করে তাদের ভোট দেয়ার কোন মানে হয় না।’ বাকেরগঞ্জ উপজেলার চরামর্দি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা মো: সিদিকুর রহমান বলেন, ‘উন্নতির চেয়ে দুর্নীতি বেশী হয়। সব জায়গা ব্যবসা করা হয়। ৩ টাকার মধ্যে ১ টাকার কাজ হয়। আবার অনেক অনেক স্থানে কোন কাজই হয় না। আমরা চাই দেশের মানুষ ভাল থাকুক। মামলা হামলায় থাকতে চাই না।’ বরিশালের উন্নয়ন সংগঠন স্পীড ট্রাস্ট’র হেড অব মিশন দিপু সামসুল ইসলাম বলেন, ‘আমি ব্যক্তি প্রার্থী নিয়ে ভাবছি না। আমি দেশের ও সমস্টিগত উন্নয়ন নিয়ে ভাবছি। কার ইস্তেহারে দেশের সত্যিকারের উন্নয়ন ঘটবে সেটাকেই আমি বেশী গুরুত্ব দিচ্ছি। সংসদ সদস্যরা শুধুমাত্র স্থানীয় উন্নয়ন ঘটাবে, কোনে স্কুল কলেজের সভাপতি হবেন এটা কোন কাজ নয়। তাদের কাজ পার্লামেন্টে। আমি এসব কিছু বিবেচনা করে নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবো।’