মঠবাড়িয়ায় মহাজোট প্রার্থীর সমর্থকদের হামলায় ইন্ডিপেন্ডেন্ট টিভির সাংবাদিক আহত মঠবাড়িয়ায় মহাজোট প্রার্থীর সমর্থকদের হামলায় ইন্ডিপেন্ডেন্ট টিভির সাংবাদিক আহত - ajkerparibartan.com
মঠবাড়িয়ায় মহাজোট প্রার্থীর সমর্থকদের হামলায় ইন্ডিপেন্ডেন্ট টিভির সাংবাদিক আহত

3:31 pm , December 20, 2018

মঠবাড়িয়া প্রতিবেদক ॥ মঠবাড়িয়া মহাজোট প্রার্থী ডা. রুস্তম আলী ফরাজীর (লাঙল প্রতীক) সমর্থকদের হামলায় ইন্ডিপেন্ডেন্ট টিভির পিরোজপুর জেলা প্রতিনিধি তামিম সরদার (২৮) পেশাগত দায়িত্ব পালনকালে গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মঠবাড়িয়া পৌরশহরের মিরুখালী টেম্পু স্ট্যান্ড এলাকায় মহাজোট প্রার্থীর সমর্থক পরিচয় দিয়ে একদল হেলমেট পড়া মুখোশদারী সন্ত্রাসী জিআই পাইপ ও রামদা দিয়ে তার ওপর সশস্ত্র হামলা চালায়। এসময় তারা টেলিভিশনের মোবাইল, ডিএসএলআর বাংলানিউজকে জানান, বুধবার (১৯ ডিসেম্বর) দিনগত রাতে পৌর শহরের ব্র্যাক মোড় এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার আগের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে জেল-হাজতে পাঠানো হয়েছে। এছাড়া উপজেলার গাভা রামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম বাবুকে আটক করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT